দ্বন্দ্ব সমাস
ভাই ও বোন = ভাইবোন। বাবা ও মা = বাবা-মা।
এইসব দৃষ্টান্তে দুটি পদে সমাস হয়েছে এবং প্রত্যেক পদের অর্থই সমানভাবে প্রধান। এই সমাস কে দ্বন্দ্ব সমাস বলে। দ্বন্দ্ব সমাস দুটির বেশি পদের মধ্যেও হতে পারে। যেমন-কায় ও মনঃ ও বাক্য = কায়মনোবাক্য।
দুটি বা তার বেশি পদ মিলে গঠিত যে সমাসে প্রতি পদের অর্থই সমানরূপে প্রধান থাকে, তাকে দ্বন্দ্ব সমাস বলে।
আরও উদাহরণ-
পিতামাতা, মাতাপুত্র, বরবধূ, অন্নবস্ত্র, শীতগ্রীষ্ম, স্বামীস্ত্রী, হাটবাজার, বনজঙ্গল, হিতাহিত (হিত ও আহিত), দেবাসুর (দেব ও অসুর), কর্ণার্জুন, গানবাজনা, দেনাপাওনা, জমাখরচ, গমনাগমন (গমন ও আগমন), আমকাঁঠাল, ব্রহ্মাবিষ্ণুমহেশ্বর, শঙ্খচক্রগদাপদ্ম, হাসিঠাট্টা, আদানপ্রদান, দেখাশোনা, চালচলন, জলবায়ু, জমিজমা, শাঁখাসিঁদুর, পুথিপত্র, রীতিনীতি, মন্ডামিঠাই, অগ্রপশ্চাৎ, মনমানব, ছেলেছোকরা, শোরগোল, ছাইপাঁশ, ভালোমন্দ, রাজাবাদশা, জন্তুজানোয়ার, খাতাপত্র, হারজিৎ, জলস্থল, উত্থানপতন, জোয়ারভাটা, জয়পরাজয় ইত্যাদি।
কয়েকটি বিশেষ উদাহরণ :
জায়া ও পতি | দম্পত্তি |
অহঃ ও নিশা | অহর্নিশ |
অহঃ ও রাত্রি | অহোরাত্র |
কুশ ও লব | কুশীলব |
কাপড় ও চোপড় (সেই জাতীয় বস্তু) | কাপড়চোপড় |
চাষা ও ভুষা (সেই জাতীয় লোক) | চাষাভুষা |
বিছানা ও পত্র (সেই সম্পর্কিত বস্তু) | বিছানাপত্র |
ফাঁক ও ফোকর (সেই সম্পর্কিত বস্তু) | ফাঁকফোকর |
হাঁড়ি ও কুঁড়ি (সেই সম্পর্কিত বস্তু) | হাঁড়িকুড়িঁ |
ওলট ও পালট (সেই সম্পর্কিত বস্তু) | ওলটপালট |