logo Menu
বাংলা ইতিহাস ভূগোল সাধারণ জ্ঞান গণিত ভৌত বিজ্ঞান জীবন বিজ্ঞান ইংরেজি ভারতের সংবিধান অর্থনীতি শিশু মনস্তত্ত্ব পরিবেশ কম্পিউটার
     ❯   

বাংলা ব্যাকরণ চর্চা


বাংলা ব্যাকরণ

দল বিশ্লেষণ

দল মুক্তদল রুদ্ধদল ছন্দ জেনে রাখা ভালো

ধ্বনি পরিবর্তন

ধ্বনি পরিবর্তন স্বরভক্তি বা বিপ্রকর্ষ ব্যঞ্জনসংগতি(সমীভবন) স্বরসংগতি অপিনিহিতি অভিশ্রুতি জেনে রাখা ভালো

পদ ও পদের শ্রেণীবিভাগ

পদ বিশেষ্য পদ বিশেষণ পদ সর্বনাম পদ অব্যয় পদ ধাতু ও ক্রিয়াপদ মৌলিক ধাতু ও সাধিত ধাতু ক্রিয়ার কাল অতীত কাল বর্তমান কাল ভবিষ্যৎ কাল ক্রিয়ার ভাব সমাপিকা ও অসমাপিকা ক্রিয়া সকর্মক ও অসকর্মক ক্রিয়া জেনে রাখা ভালো

সন্ধি

বিসর্গ সন্ধি খাঁটি বাংলা সন্ধি

শব্দ গঠন

প্রত্যয় সংস্কৃত কৃৎ প্রত্যয় বাংলা কৃৎ প্রত্যয় সংস্কৃত তদ্ধিত প্রত্যয় বাংলা তদ্ধিত প্রত্যয় বিদেশি তদ্ধিত প্রত্যয় জেনে রাখা ভালো

কারক ও বিভক্তি

বিভক্তি ও অনুসর্গ কারক কর্তৃ কারক কর্ম কারক করণ কারক নিমিত্ত কারক অপাদান কারক অধিকরণ কারক জেনে রাখা ভালো

উপসর্গ ও অনুসর্গ

উপসর্গ খাঁটি বাংলা উপসর্গ বিদেশি উপসর্গ অনুসর্গ জেনে রাখা ভালো

সমাস

সমাস কর্মধারয় সমাস তৎপুরুষ সমাস দ্বন্দ্ব সমাস দ্বিগু সমাস বহুব্রীহি সমাস নিত্য সমাস অব্যয়ীভাব সমাস অলোপ সমাস বাক্যাশ্রয়ী সমাস জেনে রাখা ভালো

বাক্য বিশ্লেষণ

বাক্য যোগ্যতা আকাঙ্ক্ষা আসক্তি

বাক্যের শ্রেণীবিভাগ

বাক্যের প্রকারভেদ সরলবাক্য জটিল বাক্য যৌগিক বাক্য নির্দেশক প্রশ্নবাচক অনুজ্ঞাবাচক প্রার্থনাবাচক সন্দেহবাচক আবেগবাচক শর্তসাপেক্ষ বাক্যান্তরকরণ জেনে রাখা ভালো

বাক্য পরিবর্তন

সরল বাক্য থেকে যৌগিক বাক্যে যৌগিক বাক্য থেকে সরল বাক্যে সরল বাক্য থেকে জটিল বাক্যে

সাধু ও চলিত রীতি

সাধু রীতি চলিত রীতি

লিঙ্গ

লিঙ্গ পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ ক্লীব লিঙ্গ বিশেষণের স্ত্রী-লিঙ্গ লিঙ্গান্তর

বচন

একবচন বহুবচন

পুরুষ

উত্তম পুরুষ মধ্যম পুরুষ প্রথম পুরুষ

পদান্তর সাধন

পদান্তর বিশেষ্য থেকে বিশেষণ বিশেষণ থেকে বিশেষ্য

বাগ্‌ধারা ও প্রবাদ প্রবচন

বাগ্‌ধারা বাগ্‌ধারার প্রয়োগ

দ্বন্দ্ব সমাস


ভাই ও বোন = ভাইবোন। বাবা ও মা = বাবা-মা। এইসব দৃষ্টান্তে দুটি পদে সমাস হয়েছে এবং প্রত্যেক পদের অর্থই সমানভাবে প্রধান। এই সমাস কে দ্বন্দ্ব সমাস বলে। দ্বন্দ্ব সমাস দুটির বেশি পদের মধ্যেও হতে পারে। যেমন-কায় ও মনঃ ও বাক্য = কায়মনোবাক্য। দুটি বা তার বেশি পদ মিলে গঠিত যে সমাসে প্রতি পদের অর্থই সমানরূপে প্রধান থাকে, তাকে দ্বন্দ্ব সমাস বলে। আরও উদাহরণ- পিতামাতা, মাতাপুত্র, বরবধূ, অন্নবস্ত্র, শীতগ্রীষ্ম, স্বামীস্ত্রী, হাটবাজার, বনজঙ্গল, হিতাহিত (হিত ও আহিত), দেবাসুর (দেব ও অসুর), কর্ণার্জুন, গানবাজনা, দেনাপাওনা, জমাখরচ, গমনাগমন (গমন ও আগমন), আমকাঁঠাল, ব্রহ্মাবিষ্ণুমহেশ্বর, শঙ্খচক্রগদাপদ্ম, হাসিঠাট্টা, আদানপ্রদান, দেখাশোনা, চালচলন, জলবায়ু, জমিজমা, শাঁখাসিঁদুর, পুথিপত্র, রীতিনীতি, মন্ডামিঠাই, অগ্রপশ্চাৎ, মনমানব, ছেলেছোকরা, শোরগোল, ছাইপাঁশ, ভালোমন্দ, রাজাবাদশা, জন্তুজানোয়ার, খাতাপত্র, হারজিৎ, জলস্থল, উত্থানপতন, জোয়ারভাটা, জয়পরাজয় ইত্যাদি। কয়েকটি বিশেষ উদাহরণ : জায়া ও পতি = দম্পত্তি। অহঃ ও নিশা = অহর্নিশ। অহঃ ও রাত্রি = অহোরাত্র। কুশ ও লব = কুশীলব। কাপড় ও চোপড় (সেই জাতীয় বস্তু) = কাপড়চোপড়। চাষা ও ভুষা (সেই জাতীয় লোক) = চাষাভুষা। জলটল (সেই সম্পর্কিত বস্তু), বিছানা ও পত্র (সেই সম্পর্কিত বস্তু) = বিছানাপত্র। ফাঁক ও ফোকর (সেই সম্পর্কিত বস্তু) = ফাঁকফোকর। হাঁড়ি ও কুঁড়ি (সেই সম্পর্কিত বস্তু) = হাঁড়িকুড়িঁ। ওলট ও পালট (সেই সম্পর্কিত বস্তু) = ওলটপালট।