পুংলিঙ্গ
এখানে যেসব প্রাণীর ছবি দেওয়া হয়েছে, সবই পুরুষ। পুরুষদের বলা হয় পুংলিঙ্গ। যতি পুরুষ প্রাণী আছে সবই পুংলিঙ্গ। যেসব পুরুষকে দেখা যায় না, অর্থাৎ কল্পনায় আমরা যাদের পুরুষ ভাবি, তারাও পুংলিঙ্গ। যেমন ঈশ্বর, দেবগণ, ভূত, প্রেত, যক্ষ, রক্ষ, কিন্নর, গন্ধর্ব, রাক্ষস ইত্যাদি। বাবা, কাকা, পিসেমশাই, মেশমশাই, মামা-এঁরাও