খাঁটি বাংলা উপসর্গ
খাঁটি বাংলা উপসর্গের সংখ্যা অল্প। এগুলি প্রাকৃত ভাষা থেকে বাংলায় এসেছে। সংস্কৃত উপসর্গ যেমন ধাতুর আগে বসে, এগুলির বৈশিষ্ট্য তেমনি শব্দ (বিশেষ্য বা বিশেষণ)-এর আগেই বসে। এজন্য সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে এগুলিকে ‘শব্দের আদিতে বসা তদ্ধিত প্রত্যয়’ ও বলা যায়। নীচে বাংলা উপসর্গের নাম, প্রয়োগ ও অর্থ দেওয়া হল- আ-, অনা-, অ- : এগুলি একে অন্যের রূপান্তর মাত্র। ১. না অর্থে : অচেনা, অজানা, অনড়, অনামা, অদেখা, অকথ্য, অকর্মণ্য, অকেজো, অকাট, অফুরন্ত, আঁকাড়া, অঢেল, অখুশি, অকল্পিত, অকাট্য, আখোলা, আধোয়া, আচলা, অকন্টক, অকপট, অকাতর, অনামিষ। ২. ঈষৎ অর্থে : অনাবৃষ্টি, আলুনি, আপাকা, আছাঁটা। ৩. মন্দ অর্থে : অনাসৃষ্টি, অবেলা, অঘাট, অকাজ(আকাজ), অকাল(আকাল)। ৪. সম্যক বা অতিরিক্ত অর্থে : অবর, অক্লান্ত, অনাবৃষ্টি। কু : মন্দ অর্থেই প্রধান ব্যবহার। অন্য অর্থেও হয়। ১. মন্দ অর্থে : কুকথা, কুগ্রহ, কুদৃষ্টি, কুমন্ত্রণা, কুক্রিয়া, কুক্ষণ, কু-স্বভাব, কুচক্র, কুদর্শন, কুপথ, কুপথ্য, কুপুত্র, কুবুদ্ধি, কুসংসর্গ, কুসংস্কার, কুভোজন, কুমতি, কুরীতি, কুরুচি, কুলক্ষণ, কু-শাসন, কুনজর, কুদিন, কু-অভ্যাস। ২. দুর্লভ অর্থে : কু-আশা। ৩. বিপরীত অর্থে : কুখ্যাত, কুমেরু, কুপুরুষ, কুফল, কুবিচার। সু : প্রধান অর্থ ভালো। ভালোত্বের রকমফের হিসাবে অন্য অর্থেও ব্যবহৃত হয়। ১. ভালো অর্থে : সুকৃতি, সুকেশী, সুকৌশল, সুখবর, সুখাদ্য, সুবচন, সুবাস, সুখ্যাতি, সুগঠন, সুচরিত, সুচারু, সুচিত্রিত, সুজলা, সুভাষ, সুবোধ, সুফলা, সুজাত, সুঠাম, সুডৌল, সুতনু, সুদতী, সুদিন, সুব্রত, সুসময়, সুদৃশ্য, সুধন্বা, সুধীর, সুনয়না, সুনাভ, সুনাম, সুনিয়ন্ত্রণ, সুসভ্য, সুস্থ, সুনিয়ম, সুনীতি, সুপর্ণ, সুপাত্র, সুপুত্র। ২. অতি অর্থে : সুকঠিন, সুকুমার, সুগভীর, সুগুপ্ত, সুগোল, সুচিক্কণ, সুচির, সুতিক্ত, সুতীক্ষ্ণ, সুতীব্র, সুদক্ষ, সুদর্শন, সুরসিক, সুমধুর, সুস্পষ্ট, সুরমা, সুতুঙ্গ, সুদীর্ঘ, সুদূর, সুদৃঢ়, সুনিপুণ, সুনির্দিষ্ট, সুনিশ্চয়, সুনীতি, সুপর্ণ, সুপাত্র, সুপুত্র। ৩. সহজ অর্থে : সুকর, সুগম, সুজেয়, সুপচ, সুপাচ্য, সুপ্রসব, সুপ্রাপ্য, সুবহ, সুলভ। ৪. মধুর বা সুন্দর অর্থে : সুকন্ঠ, সুকান্ত, সুগত, সুগন্ধ, সুবেশ, সুরমা, সুরসাল, সুশ্রাব্য, সুষম, সুষ্টু, সুহৃদ। নির বা নি : না বা নাই অর্থে : নিখুঁত, নিখান্তি(যে নারীই খায় না), নিনাই/নিনায়(যার নৌকা নেই), নিখোঁজ, নির্দয়, নির্ভরসা, নিলাজ, নিরাম, নিবারণ, নিকরুণ, নির্জোশ, (খাঁটি), নিশ্ছিপি, নির্ঝঞ্জাট, নিটোল, নিখাদ, নিটুট, নিখরচা, নিভাঁজ, নির্ভেজাল, নিখাকি। না : না বা নয় অর্থে : নাটক-নামিষ্টি, নাছোড়, নামঞ্জুর, নারাজ, না-লায়েক, না-পছন্দ, না-মঞ্জুর, না-হক। বি বা বে : ১. নাই অর্থে : বিটোল, বিঘোর, (বেঘোর) । ২. খারাপ অর্থে : বিভুঁই, বেটাইম, বেহেড । ৩. বিপরীত অর্থে : বিজোড়, বিকল । পাতি : হীনি বা ছোটো অর্থে : পাতিলেবু, পাতিহাঁস, পাতি-বুর্জুয়া। পাতিকাক, পাতিকুয়ো (পাত্কো) । ভর বা ভরা : ১. পূর্ণ অর্থে : ভরপেট, ভরাযৌবন, ভরাকোল, ভরাডুবি । ২. সম্যক অর্থে : ভরদুপুর, ভরসন্ধ্যে, ভরানদী । ৩. ব্যাপ্তি অর্থে : ভরদিন (দিনভর), ভররাত (রাতভর)। হা : ১. নেই বা অভাব অর্থে : হাপুত, হাভাতে। ২. হীন অর্থে : হা-ঘরে, হা-পিত্যেশ, হা-হুতাশ। স : ১. সঙ্গে অর্থে : সজোর, সবুট, সতৃষ্ণ, সক্রুণ, সকৌতুক, সগর্ভ, সঘন, সজল, সডাক, সতেজ, সবংশ। ২. সম্যক অর্থে : সঠিক, সক্ষম, সজীব।