logo Menu
বাংলা ইতিহাস ভূগোল সাধারণ জ্ঞান গণিত ভৌত বিজ্ঞান জীবন বিজ্ঞান ইংরেজি ভারতের সংবিধান অর্থনীতি শিশু মনস্তত্ত্ব পরিবেশ কম্পিউটার
     ❯   

বাংলা ব্যাকরণ চর্চা


বাংলা ব্যাকরণ

দল বিশ্লেষণ

দল মুক্তদল রুদ্ধদল ছন্দ জেনে রাখা ভালো

ধ্বনি পরিবর্তন

ধ্বনি পরিবর্তন স্বরভক্তি বা বিপ্রকর্ষ ব্যঞ্জনসংগতি(সমীভবন) স্বরসংগতি অপিনিহিতি অভিশ্রুতি জেনে রাখা ভালো

পদ ও পদের শ্রেণীবিভাগ

পদ বিশেষ্য পদ বিশেষণ পদ সর্বনাম পদ অব্যয় পদ ধাতু ও ক্রিয়াপদ মৌলিক ধাতু ও সাধিত ধাতু ক্রিয়ার কাল অতীত কাল বর্তমান কাল ভবিষ্যৎ কাল ক্রিয়ার ভাব সমাপিকা ও অসমাপিকা ক্রিয়া সকর্মক ও অসকর্মক ক্রিয়া জেনে রাখা ভালো

সন্ধি

বিসর্গ সন্ধি খাঁটি বাংলা সন্ধি

শব্দ গঠন

প্রত্যয় সংস্কৃত কৃৎ প্রত্যয় বাংলা কৃৎ প্রত্যয় সংস্কৃত তদ্ধিত প্রত্যয় বাংলা তদ্ধিত প্রত্যয় বিদেশি তদ্ধিত প্রত্যয় জেনে রাখা ভালো

কারক ও বিভক্তি

বিভক্তি ও অনুসর্গ কারক কর্তৃ কারক কর্ম কারক করণ কারক নিমিত্ত কারক অপাদান কারক অধিকরণ কারক জেনে রাখা ভালো

উপসর্গ ও অনুসর্গ

উপসর্গ খাঁটি বাংলা উপসর্গ বিদেশি উপসর্গ অনুসর্গ জেনে রাখা ভালো

সমাস

সমাস কর্মধারয় সমাস তৎপুরুষ সমাস দ্বন্দ্ব সমাস দ্বিগু সমাস বহুব্রীহি সমাস নিত্য সমাস অব্যয়ীভাব সমাস অলোপ সমাস বাক্যাশ্রয়ী সমাস জেনে রাখা ভালো

বাক্য বিশ্লেষণ

বাক্য যোগ্যতা আকাঙ্ক্ষা আসক্তি

বাক্যের শ্রেণীবিভাগ

বাক্যের প্রকারভেদ সরলবাক্য জটিল বাক্য যৌগিক বাক্য নির্দেশক প্রশ্নবাচক অনুজ্ঞাবাচক প্রার্থনাবাচক সন্দেহবাচক আবেগবাচক শর্তসাপেক্ষ বাক্যান্তরকরণ জেনে রাখা ভালো

বাক্য পরিবর্তন

সরল বাক্য থেকে যৌগিক বাক্যে যৌগিক বাক্য থেকে সরল বাক্যে সরল বাক্য থেকে জটিল বাক্যে

সাধু ও চলিত রীতি

সাধু রীতি চলিত রীতি

লিঙ্গ

লিঙ্গ পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ ক্লীব লিঙ্গ বিশেষণের স্ত্রী-লিঙ্গ লিঙ্গান্তর

বচন

একবচন বহুবচন

পুরুষ

উত্তম পুরুষ মধ্যম পুরুষ প্রথম পুরুষ

পদান্তর সাধন

পদান্তর বিশেষ্য থেকে বিশেষণ বিশেষণ থেকে বিশেষ্য

বাগ্‌ধারা ও প্রবাদ প্রবচন

বাগ্‌ধারা বাগ্‌ধারার প্রয়োগ

খাঁটি বাংলা উপসর্গ


খাঁটি বাংলা উপসর্গের সংখ্যা অল্প। এগুলি প্রাকৃত ভাষা থেকে বাংলায় এসেছে। সংস্কৃত উপসর্গ যেমন ধাতুর আগে বসে, এগুলির বৈশিষ্ট্য তেমনি শব্দ (বিশেষ্য বা বিশেষণ)-এর আগেই বসে। এজন্য সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে এগুলিকে ‘শব্দের আদিতে বসা তদ্ধিত প্রত্যয়’ ও বলা যায়। নীচে বাংলা উপসর্গের নাম, প্রয়োগ ও অর্থ দেওয়া হল- আ-, অনা-, অ- : এগুলি একে অন্যের রূপান্তর মাত্র। ১. না অর্থে : অচেনা, অজানা, অনড়, অনামা, অদেখা, অকথ্য, অকর্মণ্য, অকেজো, অকাট, অফুরন্ত, আঁকাড়া, অঢেল, অখুশি, অকল্পিত, অকাট্য, আখোলা, আধোয়া, আচলা, অকন্টক, অকপট, অকাতর, অনামিষ। ২. ঈষৎ অর্থে : অনাবৃষ্টি, আলুনি, আপাকা, আছাঁটা। ৩. মন্দ অর্থে : অনাসৃষ্টি, অবেলা, অঘাট, অকাজ(আকাজ), অকাল(আকাল)। ৪. সম্যক বা অতিরিক্ত অর্থে : অবর, অক্লান্ত, অনাবৃষ্টি। কু : মন্দ অর্থেই প্রধান ব্যবহার। অন্য অর্থেও হয়। ১. মন্দ অর্থে : কুকথা, কুগ্রহ, কুদৃষ্টি, কুমন্ত্রণা, কুক্রিয়া, কুক্ষণ, কু-স্বভাব, কুচক্র, কুদর্শন, কুপথ, কুপথ্য, কুপুত্র, কুবুদ্ধি, কুসংসর্গ, কুসংস্কার, কুভোজন, কুমতি, কুরীতি, কুরুচি, কুলক্ষণ, কু-শাসন, কুনজর, কুদিন, কু-অভ্যাস। ২. দুর্লভ অর্থে : কু-আশা। ৩. বিপরীত অর্থে : কুখ্যাত, কুমেরু, কুপুরুষ, কুফল, কুবিচার। সু : প্রধান অর্থ ভালো। ভালোত্বের রকমফের হিসাবে অন্য অর্থেও ব্যবহৃত হয়। ১. ভালো অর্থে : সুকৃতি, সুকেশী, সুকৌশল, সুখবর, সুখাদ্য, সুবচন, সুবাস, সুখ্যাতি, সুগঠন, সুচরিত, সুচারু, সুচিত্রিত, সুজলা, সুভাষ, সুবোধ, সুফলা, সুজাত, সুঠাম, সুডৌল, সুতনু, সুদতী, সুদিন, সুব্রত, সুসময়, সুদৃশ্য, সুধন্বা, সুধীর, সুনয়না, সুনাভ, সুনাম, সুনিয়ন্ত্রণ, সুসভ্য, সুস্থ, সুনিয়ম, সুনীতি, সুপর্ণ, সুপাত্র, সুপুত্র। ২. অতি অর্থে : সুকঠিন, সুকুমার, সুগভীর, সুগুপ্ত, সুগোল, সুচিক্কণ, সুচির, সুতিক্ত, সুতীক্ষ্ণ, সুতীব্র, সুদক্ষ, সুদর্শন, সুরসিক, সুমধুর, সুস্পষ্ট, সুরমা, সুতুঙ্গ, সুদীর্ঘ, সুদূর, সুদৃঢ়, সুনিপুণ, সুনির্দিষ্ট, সুনিশ্চয়, সুনীতি, সুপর্ণ, সুপাত্র, সুপুত্র। ৩. সহজ অর্থে : সুকর, সুগম, সুজেয়, সুপচ, সুপাচ্য, সুপ্রসব, সুপ্রাপ্য, সুবহ, সুলভ। ৪. মধুর বা সুন্দর অর্থে : সুকন্ঠ, সুকান্ত, সুগত, সুগন্ধ, সুবেশ, সুরমা, সুরসাল, সুশ্রাব্য, সুষম, সুষ্টু, সুহৃদ। নির বা নি : না বা নাই অর্থে : নিখুঁত, নিখান্তি(যে নারীই খায় না), নিনাই/নিনায়(যার নৌকা নেই), নিখোঁজ, নির্দয়, নির্ভরসা, নিলাজ, নিরাম, নিবারণ, নিকরুণ, নির্জোশ, (খাঁটি), নিশ্ছিপি, নির্‌ঝঞ্জাট, নিটোল, নিখাদ, নিটুট, নিখরচা, নিভাঁজ, নির্ভেজাল, নিখাকি। না : না বা নয় অর্থে : নাটক-নামিষ্টি, নাছোড়, নামঞ্জুর, নারাজ, না-লায়েক, না-পছন্দ, না-মঞ্জুর, না-হক। বি বা বে : ১. নাই অর্থে : বিটোল, বিঘোর, (বেঘোর) । ২. খারাপ অর্থে : বিভুঁই, বেটাইম, বেহেড । ৩. বিপরীত অর্থে : বিজোড়, বিকল । পাতি : হীনি বা ছোটো অর্থে : পাতিলেবু, পাতিহাঁস, পাতি-বুর্জুয়া। পাতিকাক, পাতিকুয়ো (পাত্‌কো) । ভর বা ভরা : ১. পূর্ণ অর্থে : ভরপেট, ভরাযৌবন, ভরাকোল, ভরাডুবি । ২. সম্যক অর্থে : ভরদুপুর, ভরসন্ধ্যে, ভরানদী । ৩. ব্যাপ্তি অর্থে : ভরদিন (দিনভর), ভররাত (রাতভর)। হা : ১. নেই বা অভাব অর্থে : হাপুত, হাভাতে। ২. হীন অর্থে : হা-ঘরে, হা-পিত্যেশ, হা-হুতাশ। স : ১. সঙ্গে অর্থে : সজোর, সবুট, সতৃষ্ণ, সক্রুণ, সকৌতুক, সগর্ভ, সঘন, সজল, সডাক, সতেজ, সবংশ। ২. সম্যক অর্থে : সঠিক, সক্ষম, সজীব।