লিঙ্গ
যে চিহ্ন বা লক্ষণ দেখে পুরুষ বা স্ত্রী বা ক্লীব ইত্যাদি বোঝা যায়, তাকে লিঙ্গ বলে।
লিঙ্গ তিন প্রকার-
(১) পুং (অর্থাৎ পুরুষ) লিঙ্গ,
(২) স্ত্রী লিঙ্গ,
(৩) ক্লীব লিঙ্গ।
পুরুষ-জাতীয় বোঝালে পুংলিঙ্গ, স্ত্রী-জাতীয় বোঝালে স্ত্রীলিঙ্গ, পুরুষ বা স্ত্রী কিছুই না বোঝালে ক্লীবলিঙ্গ।
বাংলা ভাষায় আর-এক রকম লিংগের কথা আমরা বলে থাকি-তা হল উভয় লিঙ্গ। অর্থাৎ যে শব্দের দ্বারা স্ত্রী-পুরুষ উভয়কেই বোঝায় বা স্ত্রী-পুরুষ আলাদা চিহ্নিত করা যায় না, সেই শব্দসকল হল উভয় লিঙ্গ। যেমন-শিশু, বন্ধু, গুরুজন ইত্যাদি।
সংস্কৃত ভাষা এবং অন্যান্য অনেক ভাষা থেকে শব্দ নিয়ে বাংলা ভাষা তৈরি। সংস্কৃতে স্ত্রীলিঙ্গ-শব্দ তৈরি করবার অনেক নিয়ম আছে। সংস্কৃত ছাড়া অন্য ভাষার স্ত্রীলিঙ্গ শব্দগুলি সরাসরি বাংলা ভাষায় ব্যবহার করা হয়। কিন্তু সংস্কৃত থেকে যেসব শব্দ বাংলা ভাষায় নেওয়া হয়েছে, সেগুলির বেলায় সংস্কৃত নিয়ম অনুসরণ করা হয়।