পদান্তর সাধন
আমি যে দরিদ্র তা তিনি জানেন। / আমারা দারিদ্র (দরিদ্রতা) তিনি জানেন।
উপরের দুটি বাক্যেরই অর্থ এক। কিন্তু প্রথম বাক্যে ‘দরিদ্র’ পদটি বিশেষণ। আর, দ্বিতীয় বাক্যে দারিদ্র অথবা দরিদ্রতা পদটি বিশেষ্য। দরিদ্রের ভাব-দারিদ্র্য (অথবা, দরিদ্রতা)। ‘দরিদ্র’ শব্দের সঙ্গে ‘য’ (ষ্ণ্য) প্রত্যয় যোগ করে ‘দরিদ্র্য’ পদটি পাওয়া গেছে। ‘তা’ প্রত্যয় যোগ করে ‘দরিদ্রতা’ পদটি পাওয়া গেছে।
এইভাবে বিশেষ্য পদের সঙ্গে নানা প্রত্যয় যোগ করে বিশেষণ পদ পাওয়া যায় অথবা বিশেষণ থেকে বিশেষ্য পদ গঠন করা যায়। এই কাজকে পদান্তর (পদ-পরিবর্তন) বলে। বাংলা ভাষায় সুন্দর ও জোরালোভাবে মনের ভাব প্রকাশ করার জন্যে এই পদান্তরের জ্ঞান থাকা খুবই প্রয়োজন।
নীচে পদান্তরের প্রয়োজনীয় কতগুলি দৃষ্টান্ত দেওয়া হল।