অলুক সমাস
সাধারণত সমাস হলে সমস্যমান পদের বিভক্তি বা অনুসর্গ লোপ পায়। কিন্তু অনেক সময় বিভক্তি বা অনুসর্গ লোপ পায় না।
যে সমাসে সমস্যমান পদের বিভক্তি লোপ পায় না, তাকে অলুক সমাস বলে।
সংস্কৃতে লুক্ শব্দের অর্থ লোপ।
দ্বন্দ্ব, তৎপুরুষ ইত্যাদি সব রকম সমাসের ক্ষেত্রেই অলুক সমাস হতে পারে।
অলুক সমাসের উদাহরণ :
মায়ে ও ঝিয়ে = মায়েঝিয়ে; হাতে ও পায়ে = হাতেপায়ে; হাতে ও কলমে = হাতেকলমে; দুধে ও ভাতে = দুধেভাতে; বুকে ও পিঠে = বুকেপিঠে।
এইরকম আরও উদাহরণ- মাঠেময়দানে, হাটেবাজারে, বনেজঙ্গলে, ঘরেবাইরে, বনেবাদাড়ে, ডানেবাঁয়ে, তেলেবেগুনে।
বাক্যে প্রয়োগ :
পরিবারে প্রথম সমস্যা অন্নবস্ত্র।
এই গ্রামে হাটবাজার কিছুই বসে না।
সর্বদা হিতাহিত জ্ঞান রেখে কাজ করবে।
দেবাসুর যুদ্ধে অবশেষে অসুরেরেয়া পরাস্ত হল।
কর্ণার্জুন যুদ্ধে উভয়েরই পরাক্রম ছিল সমান।
লোকজনের গমনাগমন চলে মধ্যরাত্র পর্যন্ত।
ব্রহ্মাবিষ্ণুমহেশ্বর প্রাচীন হিন্দুদের আরাধ্য ছিলেন।
শঙ্খছক্রগদাপদ্ম একযোগে নারায়ণমূর্তির চার হাতে শোভা পাচ্ছে।