সন্দেহবাচক
(১) বোধহয় সে আর আজ এল না।
(২) হয়তো সে আগামীকাল আসবে।
(৩) বুকখানা যেন পাথর দিয়ে তৈরি।
(৪) কোথাও কি শান্তি আছে!
(৫) লোকটা যদি পাগল হত বাতিল করা যাত।
(৬) কেউ নেই বলেই লোকটা বোধহয়।
(৭) মাটির উপরে ঘুসি ঠুকলেই হয়তো জল আপনি উঠবে।
ওপরের উদাহরণগুলো লক্ষ করলে দেখা যাবে বাক্যগুলোর মধ্যে ‘বোধ হয়’, ‘বোধ করি’, ‘হয়তো’ ইত্যাদি সংশয়বাচক শব্দ ব্যবহৃত হয়েছে। তাই অর্থের দিক থেকে এগুলো সন্দেহবাচক বাক্য। যে ধরনের বাক্যের মাধ্যমে সন্দেহ, অনিশ্চয়তা প্রভৃতি ভাব প্রকাস করা চলে তা-ই সন্দেহবাচক বাক্য তৈরি করা হয়।