পদ ও পদের শ্রেনিবিভাগ
আগের শ্রেণিতে তোমরা পদগুলির সাধারণ পরিচয় জেনে এসেছ। তোমাদের নিশ্চয় মনে আছে। সমস্ত শব্দকে প্রথমেই দু-দলে ভাগ করা হয়েছিল। একদল বাক্যে ব্যবহৃত হবার আগে কোনো পরিবর্তন গ্রহণ করে না, অন্য দল করে। যারা পরিবর্তন গ্রহণ করে না, তারা অব্যয়। অন্যগুলি ব্যকরণে আবার চার ভাগে বিভক্ত-বিশেষ্য, বিশেষণ, সর্বনাম ও ক্রিয়া। অর্থাৎ বাংলায় সমস্ত শব্দকে মোট পাঁচ ভাগে ভাগ করা যায়।