সকর্মক ও অকর্মক ক্রিয়া
সকর্মক ক্রিয়া যেসব ক্রিয়ার কর্ম থাকে বা থাকতে পারে, তাদের সকর্মক ক্রিয়া বলে। যথা-ইন্দ্রাণী বই পড়ছে। এক্ষেত্রে বই কর্ম, সুতরাং ‘পড়ছে’ ক্রিয়াটি সকর্মক। এইরকম, শান্তি আম পাড়ছে। স্বপন ডাব খেয়েছিল। এইসব ক্ষেত্রে পড়ছে, খ্যেয়েছিল, এইগুলি সকর্মক ক্রিয়া, কেন-না এগুলির কর্ম আছে। অকর্মক ক্রিয়া যেসব ক্রিয়ার কর্ম থাকে না বা থাকতে পারে না, সেগুলিকে অকর্মক ক্রিয়া বলে। যথা-‘দেবাশিস হাসছে’। এই বাক্যটির ক্রিয়াপদ ‘হাসছে’-র কোনো কর্ম নেই। ‘কী হাসছে? এসব প্রশ্ন করলে কিছুই উত্তর পাওয়া যায় না। এ-রকম –কাঁদছে, উঠছে, এসব ক্রিয়াপদের কোনো কর্ম নেই, থাকা সম্ভবও নয়। তাই এগুলি অকর্মক ক্রিয়া। এইরকম, বাঁচা, মরা, ফোলা, শোওয়া, নামা, বসা ইত্যাদি বহু অকর্মক ক্রিয়া আছে।