logo Menu
বাংলা ইতিহাস ভূগোল সাধারণ জ্ঞান গণিত ভৌত বিজ্ঞান জীবন বিজ্ঞান ইংরেজি ভারতের সংবিধান অর্থনীতি শিশু মনস্তত্ত্ব পরিবেশ কম্পিউটার
     ❯   

বাংলা ব্যাকরণ চর্চা


বাংলা ব্যাকরণ

দল বিশ্লেষণ

দল মুক্তদল রুদ্ধদল ছন্দ জেনে রাখা ভালো

ধ্বনি পরিবর্তন

ধ্বনি পরিবর্তন স্বরভক্তি বা বিপ্রকর্ষ ব্যঞ্জনসংগতি(সমীভবন) স্বরসংগতি অপিনিহিতি অভিশ্রুতি জেনে রাখা ভালো

পদ ও পদের শ্রেণীবিভাগ

পদ বিশেষ্য পদ বিশেষণ পদ সর্বনাম পদ অব্যয় পদ ধাতু ও ক্রিয়াপদ মৌলিক ধাতু ও সাধিত ধাতু ক্রিয়ার কাল অতীত কাল বর্তমান কাল ভবিষ্যৎ কাল ক্রিয়ার ভাব সমাপিকা ও অসমাপিকা ক্রিয়া সকর্মক ও অসকর্মক ক্রিয়া জেনে রাখা ভালো

সন্ধি

বিসর্গ সন্ধি খাঁটি বাংলা সন্ধি

শব্দ গঠন

প্রত্যয় সংস্কৃত কৃৎ প্রত্যয় বাংলা কৃৎ প্রত্যয় সংস্কৃত তদ্ধিত প্রত্যয় বাংলা তদ্ধিত প্রত্যয় বিদেশি তদ্ধিত প্রত্যয় জেনে রাখা ভালো

কারক ও বিভক্তি

বিভক্তি ও অনুসর্গ কারক কর্তৃ কারক কর্ম কারক করণ কারক নিমিত্ত কারক অপাদান কারক অধিকরণ কারক জেনে রাখা ভালো

উপসর্গ ও অনুসর্গ

উপসর্গ খাঁটি বাংলা উপসর্গ বিদেশি উপসর্গ অনুসর্গ জেনে রাখা ভালো

সমাস

সমাস কর্মধারয় সমাস তৎপুরুষ সমাস দ্বন্দ্ব সমাস দ্বিগু সমাস বহুব্রীহি সমাস নিত্য সমাস অব্যয়ীভাব সমাস অলোপ সমাস বাক্যাশ্রয়ী সমাস জেনে রাখা ভালো

বাক্য বিশ্লেষণ

বাক্য যোগ্যতা আকাঙ্ক্ষা আসক্তি

বাক্যের শ্রেণীবিভাগ

বাক্যের প্রকারভেদ সরলবাক্য জটিল বাক্য যৌগিক বাক্য নির্দেশক প্রশ্নবাচক অনুজ্ঞাবাচক প্রার্থনাবাচক সন্দেহবাচক আবেগবাচক শর্তসাপেক্ষ বাক্যান্তরকরণ জেনে রাখা ভালো

বাক্য পরিবর্তন

সরল বাক্য থেকে যৌগিক বাক্যে যৌগিক বাক্য থেকে সরল বাক্যে সরল বাক্য থেকে জটিল বাক্যে

সাধু ও চলিত রীতি

সাধু রীতি চলিত রীতি

লিঙ্গ

লিঙ্গ পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ ক্লীব লিঙ্গ বিশেষণের স্ত্রী-লিঙ্গ লিঙ্গান্তর

বচন

একবচন বহুবচন

পুরুষ

উত্তম পুরুষ মধ্যম পুরুষ প্রথম পুরুষ

পদান্তর সাধন

পদান্তর বিশেষ্য থেকে বিশেষণ বিশেষণ থেকে বিশেষ্য

বাগ্‌ধারা ও প্রবাদ প্রবচন

বাগ্‌ধারা বাগ্‌ধারার প্রয়োগ

বিদেশি উপসর্গ


বিদেশি উপসর্গগুলি বাংলাদেশে বিদেশি শাশনকালে ওইসব ভাষার প্রভাবে সরাসরি বাংলায় গৃহীত হয়েছে। ফলে এগুলিও খাঁটি বাংলা উপসর্গের মতো ধাতুর সামনে না বসে, শব্দের সামনে বসে। বিশেষ্য বা বিশেষণের সঙ্গেই এদের বিশেষ ব্যবহার হয়। ক. মুসলমান আমলে অনেক ফরাসি শব্দ বা অব্যয় বাংলায় উপসর্গ হিসেবে প্রবেশ করেছে। নীচে এদের অর্থ ও ব্যবহার দেওয়া হল। গর : না অর্থে : গরহাজির, গর-মিল, গরজমা, গর-আবাদি, গরবিলি, গর-লায়েক। বহির্ভূত বা ভুল অর্থে : গরঠিকানা, গরহিসাব, গরমজবুত। দর : ১. নিম্নস্থ অর্থে : দরপত্তনী, দরদালান। ২. ঈষৎ অর্থে : দরপোক্ত, দর-কাঁচা, দর-পাকা। বে : ১. না অর্থে : বেগতিক, বেআইন, বেকায়দা, বেসুরো, বেইজ্জত, বেকসুর, বেওয়ারস, বেদখল, বেঠিক, বেশরম, বেতাল। ২. হীন অর্থে : বেপরোয়া, বেরসিক, বে-আক্কেল, বেয়াদপ, বেয়াকুফ, বেজায়, বেহায়া, বেগোছ। ৩. অল্প অর্থে : বে-আন্দাজ, বেহিসাবি। নিম : ১. প্রায় অর্থে : নিমরাজি, নিমখুন, নিমগোছ, নিমখাসা। হর : ১. প্রতি অর্থে : হররোজি, হরদম। ২. নানা অর্থে : হরবোলা, হরেক। ৩. প্রায় অর্থে : হরগিজ। বদ : ১. হীনার্থে : বদলোক, বদনাম, বদগন্ধ, বদরাগি, বদরাত। ২. কম খারাপ অর্থে : বদমেজাজ, বদহজম। ফি : ১. প্রতি অর্থে : ফিসিন, ফি-বছর, ফি-হপ্তা, ফিজন, ফি-হাত, ফি-দিন। ২. ইংরেজ আমলে কয়েকটি ইংরেজি শব্দও বাংলায় উপসর্গ হিসেবে প্রবেশ করেছে : এগুলিও শব্দের আগে বিসে অর্থ পরিবর্তন ঘটায়। নীচে তাদের ব্যবহার ও অর্থ দেওয়া হল- হেড : ১. প্রধান অর্থে : হেড-পন্ডিত, হেড মৌলবি, হেডমুহহুরি, হেড জমাদার। সাব : (সব্‌) আধা বা নিম্নস্থ অর্থে : সাব জজ, সাব-অফিস, [যথার্থ বাংলা উপসর্গ হিসাবে ব্যবহার নেই]। ফুল : (পুরো অর্থে) : ফুল-হাতা, ফুল-টাইম, ফুলগেঞ্জি। হাফ : অর্ধ অর্থে : হাফ-খাওয়া, হাফ মাইনে, হাফ-হাতা। মিনি : ছোটো অর্থে : মিনি-খাতা, মিনি-ছাতা, মিনি বাস।