বিদেশি তদ্ধিত প্রত্যয়
আনা, আনি, গিরি : (ভাব বা বৃত্তি অর্থে) বিবিয়ানা, গরিবানা, মুনশিয়ানা, হিন্দুয়ানা, বাবুগিরি, মুটোগিরি। খানা : (স্থানবাচক) জেলখানা, ডাক্তারখানা, ছাপাখানা, কারখানা, খাজাঞ্চিখানা। খোর : (অভ্যাস বোঝাতে) নেশাখোর, গুলিখোর, ঘুষখোর। চি : (দক্ষ অর্থে) মশাল + চি = মশালচি, ধুনচি, তলবচি। তর : সদৃশ অর্থে ফারসি ‘তরহ্’ শব্দ থেকে আগত। যেমন-এমনতর। ওয়ালা : রিক্স + ওয়ালা = রক্সাওয়ালা। দই + ওয়ালা = দইওয়ালা। দাড়ি + ওয়ালা = দাড়িওয়ালা। ওয়ান : গাড়ি + ওয়ান = গাড়োয়ান। দ্বার + ওয়ান = দ্বারোয়ান (দারোয়ান)। পহল + ওয়ান = পহলওয়ান > পালোয়ান। গর : (নিপিন অর্থে) কারি + গর =কারিগর। বাজি-বাজিগর। সওদাগর। হালুইকর (কর)। চি, চী : (পাত্র অর্থে) যেমন- ধুনা + চি = ধুনাচি। ডেক + চি = ডেকচি। কখনও বা যে করে অর্থেও এই প্রত্যয় হয়। যেমন-মশলা + চি = মশালচি। তবল + চি = তবলচি। চিলিমচি। খাজাঞ্চি। দান, দানি : (আধার বা পাত্র বোঝাতে) যেমন-ফুল + দান/দানি = ফুলদান, ফুলদানি। ধূপ + দান/দানি = ধুপদান, ধূপদানি। অনূরূপ : পাদানি, পিকদানি। দার : (বৃত্তি অর্থে) ব্যাবসাদার, দানাদার, বুটিদার, ছড়িদার। নবিশ : (দক্ষ অর্থে) নকলনবিশ, হিসাবনবিশ। বাজ : (দক্ষ বা আসক্ত অর্থে) মামলাবাজ, ধড়িবাজ, চালবাজ। সই : (যোগ্যতা বা প্রমান অর্থে) পছন্দসই, চলনসই, টেকসই। সংস্কৃত, বাংলা ও বিদেশি আরও অনেক প্রত্যয় আমাদের নিত্যব্যবহৃত শব্দে আছে। তোমরা সচেতন ভাবে লক্ষ করলে নিজেরাই এগুলি আবিষ্কার করতে পারবে।