বাক্যের শ্রেণিবিভাগ
মনের পূর্ণ ভাবপ্রকাশক পদসমষ্টি একটি বাক্য।
বাক্যের দুটি অনফশ উদ্দেশ্য-বিধেয় শিখছ আগেই। এ ছাড়াও উপবাক্য বা খন্ডবাক্য আছে। খন্ডবাক্য আবার প্রধান খন্ডবাক্য বা অধীন বা অপ্রধান খন্ডবাক্য হয়।
যেমন-যে ছেলেটি সেদিন এসেছিল, সে হল আমার বন্ধু। এখানে ‘সে হল আমার বন্ধু’ -প্রধান খন্ড বাক্য আর ‘যে ছেলেটি সেদিন এসেছিল’-অধীন বা অপ্রধান খন্ড বাক্য।
গঠনের দিক থেকে বাক্যের প্রকারভেদ