ধ্বনি পরিবর্তন
ধ্বনি পরিবর্তন কথাটির সঙ্গে তোমরা এর আগেই পরিচিত হয়েছ। আমরা সন্ধির আলোচনায় শব্দটি ব্যবহার করেছি। সন্ধির ফলে শব্দের ধ্বনি পরিবর্তিত হয়। একটি প্রতিষ্ঠিত অর্থবহ শব্দ কীভাবে উচ্চারণের সময় পরিবর্তিত হয়ে ভিন্নরূপ গ্রহণ করে তা এই অধ্যায়ে আলোচনা হবে। এই রীতিগুলি আসলে মানুষের স্বাভাবিক প্রবণতা। যে-কোনো ভাষাতেই এ জাতীয় প্রবণতা দেখা যায়। ওই যে বৈদিক থেকে প্রাকৃত, প্রাকৃত থেকে অবহট্ট এবং তা থেকে ক্রমে বাংলা ভাষার জন্ম হল, তার তলায় তলায় যেসব উপাদান কাজ করেছে তার ভেতর এই রীতিগুলির কাজ কোনো অংশে কম নয়। কিন্তু নদীর গতিবদলের মতো বাংলা ভাষাও পরবর্তীত হতে হতে চলে এসেছে অনেক দূরে। আর হাজার হাজার বছর পরে জন্মালে হয়তো আমরা যে ভাষায় কথা বলব, তা এ বাংলা থেকে অনেক বদলে যাবে। এটাই ভাষার রীতি। এ বিবর্তনের অনেকখানি দায় এসব ধ্বনি পরিবর্তন-রীতির।
ধ্বনি পরিবর্তিত হওয়ার অনেক রীতি আছে-