সমাপিকা ও অসমাপিকা ক্রিয়া
“সে এই কথা বলে” (অর্থাৎ, বলিয়া)-এভাবে একটি অংশে লিখলে মনের ভাব সম্পূর্ণ প্রকাশ পাবে না। এখানে বল্ ধাতুর সঙ্গে ‘এ’ এই বর্ণ যুক্ত হয়েছে ; যুক্ত হয়ে ক্রিয়ার একটি রূপও প্রকাশ করেছে। কিন্তু এই ক্রিয়া বাক্য সমাপ্ত করতে অর্থাৎ শেষ করতে পারেনি। এ-রকম আরও অনেক দৃষ্টান্ত দেওয়া যায়। যথা- ‘কল্যাণী আমাকে একথা বলতে-’ ‘পুস্তকটি তোমার কাছে চাইলে-’ উপরের দৃষ্টান্তগুলির প্রতি লক্ষ করলে দেখা যাবে, ‘বলতে’, ‘চাইলে’, ইত্যাদি ক্রিয়া বাক্য সমাপ্ত করতে পারেনি। এগুলি অসমাপিকা ক্রিয়া। যেসব ক্রিয়া বাক্য সমাপ্ত করতে পারে না, সেগুলিকে অসমাপিকা ক্রিয়া বলে। উপরের বাক্যগুলিকে এবার সমাপ্ত করা যাক্। কল্যাণী আমাকে একথা বলতে চেয়েছিল। পুস্তকটি তোমার কাছে চাইলে দিতে। ‘চেয়েছিল’, ‘দিতে’ এগুলি বিভিন্ন ধাতুর সঙ্গে ক্রিয়া-বিভক্তি যোগের ফলে গঠিত হয়েছে। এই ক্রিয়াগুলি বাক্য সমাপ্ত করেছে, এগুলি সমাপিকা ক্রিয়া। যেসব ক্রিয়া বাক্য সমাপ্ত করে, সেগুলিকে সমাপিকা ক্রিয়া বলে। ধাতুর সঙ্গে ক্রিয়া-বিভক্তি যুক্ত হয়ে সমাপিকা ক্রিয়া গঠিত হয়।