logo Menu
বাংলা ইতিহাস ভূগোল সাধারণ জ্ঞান গণিত ভৌত বিজ্ঞান জীবন বিজ্ঞান ইংরেজি ভারতের সংবিধান অর্থনীতি শিশু মনস্তত্ত্ব পরিবেশ কম্পিউটার
     ❯   

বাংলা ব্যাকরণ চর্চা


বাংলা ব্যাকরণ

দল বিশ্লেষণ

দল মুক্তদল রুদ্ধদল ছন্দ জেনে রাখা ভালো

ধ্বনি পরিবর্তন

ধ্বনি পরিবর্তন স্বরভক্তি বা বিপ্রকর্ষ ব্যঞ্জনসংগতি(সমীভবন) স্বরসংগতি অপিনিহিতি অভিশ্রুতি জেনে রাখা ভালো

পদ ও পদের শ্রেণীবিভাগ

পদ বিশেষ্য পদ বিশেষণ পদ সর্বনাম পদ অব্যয় পদ ধাতু ও ক্রিয়াপদ মৌলিক ধাতু ও সাধিত ধাতু ক্রিয়ার কাল অতীত কাল বর্তমান কাল ভবিষ্যৎ কাল ক্রিয়ার ভাব সমাপিকা ও অসমাপিকা ক্রিয়া সকর্মক ও অসকর্মক ক্রিয়া জেনে রাখা ভালো

সন্ধি

বিসর্গ সন্ধি খাঁটি বাংলা সন্ধি

শব্দ গঠন

প্রত্যয় সংস্কৃত কৃৎ প্রত্যয় বাংলা কৃৎ প্রত্যয় সংস্কৃত তদ্ধিত প্রত্যয় বাংলা তদ্ধিত প্রত্যয় বিদেশি তদ্ধিত প্রত্যয় জেনে রাখা ভালো

কারক ও বিভক্তি

বিভক্তি ও অনুসর্গ কারক কর্তৃ কারক কর্ম কারক করণ কারক নিমিত্ত কারক অপাদান কারক অধিকরণ কারক জেনে রাখা ভালো

উপসর্গ ও অনুসর্গ

উপসর্গ খাঁটি বাংলা উপসর্গ বিদেশি উপসর্গ অনুসর্গ জেনে রাখা ভালো

সমাস

সমাস কর্মধারয় সমাস তৎপুরুষ সমাস দ্বন্দ্ব সমাস দ্বিগু সমাস বহুব্রীহি সমাস নিত্য সমাস অব্যয়ীভাব সমাস অলোপ সমাস বাক্যাশ্রয়ী সমাস জেনে রাখা ভালো

বাক্য বিশ্লেষণ

বাক্য যোগ্যতা আকাঙ্ক্ষা আসক্তি

বাক্যের শ্রেণীবিভাগ

বাক্যের প্রকারভেদ সরলবাক্য জটিল বাক্য যৌগিক বাক্য নির্দেশক প্রশ্নবাচক অনুজ্ঞাবাচক প্রার্থনাবাচক সন্দেহবাচক আবেগবাচক শর্তসাপেক্ষ বাক্যান্তরকরণ জেনে রাখা ভালো

বাক্য পরিবর্তন

সরল বাক্য থেকে যৌগিক বাক্যে যৌগিক বাক্য থেকে সরল বাক্যে সরল বাক্য থেকে জটিল বাক্যে

সাধু ও চলিত রীতি

সাধু রীতি চলিত রীতি

লিঙ্গ

লিঙ্গ পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ ক্লীব লিঙ্গ বিশেষণের স্ত্রী-লিঙ্গ লিঙ্গান্তর

বচন

একবচন বহুবচন

পুরুষ

উত্তম পুরুষ মধ্যম পুরুষ প্রথম পুরুষ

পদান্তর সাধন

পদান্তর বিশেষ্য থেকে বিশেষণ বিশেষণ থেকে বিশেষ্য

বাগ্‌ধারা ও প্রবাদ প্রবচন

বাগ্‌ধারা বাগ্‌ধারার প্রয়োগ

লিঙ্গান্তর


‘ময়ূর’ শব্দের সঙ্গে ঈ-কার যোগ করে স্ত্রীলিঙ্গে ‘ময়ূরী’ হয়েছে। ঈ-কে তাই বলা হয় স্ত্রী-প্রত্যয়। শুধু ঈ নয় পুংলিঙ্গ শব্দকে স্ত্রীলিঙ্গে পরিণত করবার জন্যে আরও অনেক স্ত্রী-প্রত্যয় আছে। এই প্রসঙ্গে মনে রাখতে হবে, এক লিঙ্গ থেকে আর-এক লিংগে পরিণত করাকে লিঙ্গান্তর করা বলে।

স্ত্রী-প্রত্যয়ের সাহায্যে লিঙ্গ-পরিবর্তন
‘আ’ যোগ করে

(১) পুংলিঙ্গ অ-কারান্ত শব্দের সঙ্গে আ যোগ করে অনেকসময় স্ত্রীলিঙ্গ শব্দ তৈরি করা হয়। যেসব শব্দের শেষে ‘অ’ ধ্বনি পাওয়া যায়, সেগুলি অ-কারান্ত শব্দ। কিন্তু বাংলায় এ-রকম শব্দের শেষে প্রায়ই ‘অ’ উচ্চারণ করা হয় না। যেমন-বালক (অ) শব্দটিকে আমরা ‘বালক্‌’ রূপেই উচ্চারণ করে থাকি। তাই, যেসব শব্দের শেষে কোনো স্বরবর্ণ কিংবা হস্‌ চিহ্ন নেই, সেগুলিকে অ-কারান্ত মনে করে এই নিয়মটি বুঝতে হবে।

পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ
সরল সরলা মলিন মলিনা
বৃদ্ধ বৃদ্ধা অনাথ অনাথা
মহাশয় মহাশয়া জ্যেষ্ঠ জ্যেষ্ঠা
শ্রেষ্ঠ শ্রেষ্ঠা চঞ্চল চঞ্চলা
নিরপরাধ নিরপরাধা কৃপণ কৃপণা
কোকিল কোকিলা জীবিত জীবিতা
দীন দীনা কৃশ কৃশা
হীন হীনা ক্রুর ক্রুরা
প্রবল প্রবলা অচল অচলা
নিপুণ নিপুণা চপল চপলা
তরল তরলা চতুর চতুরা
প্রথম প্রথমা মনোহর মনোহরা
দ্বিতীয় দ্বিতীয়া মাননীয় মাননীয়া
তৃতীয় তৃতীয়া নবীন নবীনা
সদস্য সদস্যা প্রবীণ প্রবীণা
মুখর মুখরা শূদ্র শূদ্রা
শিষ্য শিষ্যা আর্য আর্যা
নিন্দিত নিন্দিতা প্রণত প্রণতা
পূজিত পূজিতা দীনতম দীনতমা
কনিষ্ঠ কনিষ্ঠা প্রিয়তম প্রিয়তমা
দুষ্ট দুষ্টা কুপিত কুপিতা
ক্রুদ্ধ ক্রুদ্ধা শায়িত শায়িতা
আসীন আসীনা পূজ্য পূজ্যা
বধ্য বধ্যা সম সমা
ম্রিয়মাণ ম্রিয়মাণা ম্নোরম ম্নোরমা
সভ্য সভ্যা কৃষ্ণ কৃষ্ণা
পাপিষ্ঠ পাপিষ্ঠা অল্পবয়স্ক অল্পবয়স্কা

(২) ‘নায়ক’ শব্দের শেষের দিকে ‘অক’ উচ্চারিত হচ্ছে। স্ত্রীলিঙ্গ রূপ করলে ‘নায়ক’ হবে ‘নায়িকা’। এরকম আরও দৃষ্টান্ত নীচে দেওয়া হল।

পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ
পাচক পাচিকা পাঠক পাঠিকা
নাটক নাটিকা পালক পালিকা
কারক কারিকা সাধক সাধিকা
বালক বালিকা চালক চালিকা
বাহক বাহিকা প্রেরক প্রেরিকা
সেবক সেবিকা গায়ক গায়িকা
শিক্ষক শিক্ষিকা অধ্যাপক অধ্যাপিকা
লেখক লেখিকা অভিভাবক অভিভাবিকা
পুস্তক পুস্তিকা গ্রাহক গ্রাহিকা

[কিন্তু এ নিয়মের কয়েকটি ব্যতিক্রম আছে অর্থাৎ কয়েকটি শব্দের ক্ষেত্রে এ নিয়ম মানা হয় না। যথা-নর্তক-নর্তকী, খনক-খনকী, রজক-রজকী।]

‘ঈ’-কার যোগ করে

(১) অ-কারান্ত বহু শব্দের সঙ্গে আ-কার যোগ করে স্ত্রীলিঙ্গ শব্দ তৈরি করা হয়, এ-নিয়ম আগেই দেওয়া হয়েছে। আ যোগ করলেই সব অ-কারান্ত পুংলিঙ্গ হয়ে যায়, তা নয়। যেমন গৈর শব্দের স্ত্রীলিঙ্গ গৈরী। তবে কোথায় আ এবং কোথায় ঈ ব্যবহৃত হবে তার কোনো ঠিক নেই। ঈ-কার যোগে স্ত্রীলিঙ্গ গঠনের আরও দৃষ্টান্ত নীচে দেওয়া হল-

পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ
গৌর গৌরী কুমার কুমারী
কিশোর কিশোরী সুন্দর সুন্দরী
তরুণ তরুণী পিতামহ পিতামহী
পৌত্র পৌত্রী মাতামহ মাতামহী
নট নটী ভাগিনেয় ভাগিনেয়ী
দয়াময় দয়াময়ী দৌহিত্র দৌহিত্রী

(২) জাতি বোঝালেও অ-কারান্ত শব্দের পর ঈ-কার যোগ হয়।

পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ
দেব দেবী মানুষ মানুষী
সিংহ সিংহী ব্যাঘ্র ব্যাঘ্রী
ভল্লুক ভল্লুকী মৃগ মৃগী
গদর্ভ গদর্ভী হরিণ হরিণী
শূকর শূকরী সর্প সর্পী
শৃগাল শৃগালী কুক্কুর কুক্কুরী
ঘোটক ঘোটকী বিড়াল বিড়ালী
হংস হংসী মহিষ মহিষী
বায়স বায়সী সারস সারসী
ব্রাহ্মণ ব্রাহ্মণী চন্ডাল চন্ডালী
রাক্ষস রাক্ষসী

(৩) জাতিবাচক শব্দের মধ্যে অনেকগুলির সঙ্গে ঈ-কার যোগ হয় না। সেগুলির সঙ্গে আ-কার যো করে স্ত্রীলিঙ্গ গঠন করতে হয়। যথা-

পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ
আজ আজা কোকিল কোকিলা
অশ্ব অশ্বা মূষিক মূষিকা
বৎস বৎসা কনিষ্ঠ কনিষ্ঠা
জ্যেষ্ঠ জ্যেষ্ঠা শূদ্র শূদ্রা
বৈশ্য বৈশ্যা

(৪) ঈ-কার যোগ হলে মনুষ্য এবং মৎস্য শব্দের য-ফলা থাকে না।

পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ
মনুষ্য মনুষী মৎস্য মৎসী

(৫) শেষে আ-কার আছে এমন কতগুল শব্দের সঙ্গেও ঈ-কার যুক্ত হয়।

পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ
দাতা দাত্রী ধাতা ধাত্রী
কর্তা কর্ত্রী শিক্ষয়িতা শিক্ষয়িত্রী
নেতা নেত্রী অভিনেতা অভিনেত্রী

(৬) মানী শব্দটি পুংলিঙ্গ। এটির স্ত্রীলিঙ্গ হবে মানিনী। এই দৃষ্টান্তে পুংলিঙ্গ শব্দটির ঈ লোপ পেয়ে হয়েছে ‘মান’। তারপ ‘ইনী’ যোগ হয়েছে। ঈ-কার বাদ দিইয়ে ইনি বা ইনী যোগ করে স্ত্রীলিঙ্গে পরিণত করার আরো কিছু দৃষ্টান্ত নীচে দেওয়া হল।

পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ
পক্ষী পক্ষিণী বিজয়ী বিজয়িনো
মালী মালিনী রোগ রোগিণী
কামী কামিনী মায়াবী মায়াবিনী
মেধাবী মেধাবনী তপস্বী তপস্বিনী
বিদেশি বিদেশিনি ধনশালী ধনশালিনী
বিলাসী বিলাসিনী অধিকারী অধিকারিণী
সন্ন্যাসী সন্ন্যাসিনী কুহকী কুহকিনী
অনুগামী অনুগামিনী অনুরাগী অনুরাগিণী
মনোহারী মনোহারিণী গৃহী গৃহিণী
বিত্তশালী বিত্তশালিনী হস্তি হস্তিনী
একাকী একাকিনী

(৭) ঈ-কার যোগে আরও বহু শব্দের স্ত্রীলিঙ্গ হয়। কিছু দৃষ্টান্ত নীচে দেওয়া হল।

পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ
চতুর্থ চতুর্থী সৎ সতী
পঞ্চম পঞ্চমী অর্থকর অর্থকরী
ষষ্ঠ ষষ্ঠী ত্রয় ত্রয়ী
সপ্তম সপ্তমী দয়াময় দয়াময়ী
অষ্টম অষ্টমী মৃন্ময় মৃন্ময়ী
নবম নবমী নর্তক নর্তকী
দশম দশমী রজক রজকী
একাদশ একাদশী মানব মানবী
ষোড়শ ষোড়শী পুরাতন পুরাতনী
সহচর সহচরী চিরন্তন চিরন্তনী
মাগধ মাগধী বৈষ্ণব বৈষ্ণবী
নদ নদী পার্বত পার্বতী
ভুজঙ্গ ভুজঙ্গী লজ্জাবান লজ্জাবতী
মহান মহাতী ভয়ংকর ভয়ংকরী
শ্রীমান শ্রীমতী ভূয়ান ভূয়সী
শংকর শংকরী বলবান বলবাতী
নারায়ণ নারায়ণী প্রেয় প্রেয়সী
বেগবান বেগবতী শ্রেয় শ্রেয়সী
মহেশ্বর মহেশ্বরী গরীয়ান গরীয়সী
সাধ্য সাধ্বী, সাধু বার্ষিক বার্ষিকী
বুদ্ধিমান বুদ্ধিমতী গুরু গুর্বী, গুরু
গণক গণকী শক্তিমান শক্তিমতী
বিদ্যাধর বিদ্যাধরী

*বান থাকলে বতী, মান থাকলে মতী হয়।

‘আনী’ যোগ করে
পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ
শিব শিবাণী ইন্দ্র ইন্দ্রাণী
রুদ্র রুদ্রাণী ভব ভবাণী
মাতুল মাতুলানী বরুণ বরুণাণী
স্ত্রী-বাচক ভিন্ন শব্দের দ্বারা
পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ
সখা সখী রাজা রাজ্ঞী
রাগ রাগিণী বিংশতিতম বিংশতিতমী
শ্বশুর শ্বশ্রূ নর নারী
বিদ্বান বিদুষী পতি পত্নী, জায়া
খ্যাতনামা খ্যাতনাম্নী যবন যবনী
পিতা মাতা বর বধূ
ব্রাতা ভগ্নী পুত্র কন্যা
পুরুষ মহিলা, নারী জনক জননী
ভর্তা ভার্যা যুবক যুবতী

সম্রাট শব্দটি স্ত্রীলিঙ্গেও সম্রাট। তবে ভুল হলেও বাংলায় স্ত্রীলিঙ্গ হিসাবে ‘সম্রাজ্ঞী’ বেশ প্রচলিত।

নিত্য পুংলিঙ্গ : বিপত্নীক (যার স্ত্রী মারা গেছে), মৃতদার (যার স্ত্রী মারা গেছে), অকৃতদার (যে বিয়ে করেনি), সভাপতি, এইসব শব্দের স্ত্রীলিঙ্গ হয় না। তাই এদের বলা নিত্য পুংলিঙ্গ শব্দ। আরও দৃষ্টান্ত-দারোগা, স্ত্রৈণ, পুরোহিত, কবিরাজ ইত্যাদি।

নিত্য স্ত্রীলিঙ্গ শব্দ : বিধবা, সধবা, অঙ্গানা, প্রসূতি, অন্তঃসত্ত্বা, এই ধরণের শব্দের পুংলিঙ্গ হয় না। তাই এগুলিকে বলে নিত্য স্ত্রীলিঙ্গ শব্দ। আরও দৃষ্টান্ত –সতিন, পোয়াতি, কাঠকুড়ুনি, সৎমা, ধাই, এয়ো, বাঁজা, বন্ধ্যা, অবীরা, ডাইনি, অরক্ষণীয়া, রূপসী ইত্যাদি।

এক শব্দের দুই বা তার বেশি স্ত্রীলিঙ্গ রূপ

ক্ষরিয়-ক্ষত্রিয়, ক্ষত্রিয়ণী (ক্ষত্রিয় জাতীয়া), চন্দ্রমুখ-চন্দ্রমুখী, চন্দ্রমুখা। ক্ষত্রীয় (ক্ষত্রীয়পত্নী) সুকেশ-সুকেশী, সুকেশা। উপাধ্যায়- কৃশাংগ-কৃশাংগা, কৃশাংগী। (১) উপাধ্যায়ী, উপাধ্যাইয়নী (উপাধ্যায়ের পত্নী) । মনু- মনায়ী, মনাবী । (২) উপাধ্যায়ী, উপাধ্যায়া (অধ্যাপিকা) । সূর্য-সূর্যা (দেবী পত্নী) ; আচার্য-আচার্যাণী (আচার্যের স্ত্রী) ; আচার্যা (অধ্যপিকা) । সূরী (মানবী পত্নী অর্থাৎ কুন্তী) । চন্ড-চন্ডী, চন্ডা। শুদ্র-শূদ্রা (শূদ্রবংশীয় নারী) ; কৃপণ-কৃপণী, কৃপণা। শূদ্রী- (শূদ্রের পত্নী) । বৈশ্য-বৈশ্যানী (বৈশ্যপত্নী) ; বৈশ্যা (বৈশ্য নারী) । বিশাল- বিশালী, বিশালা।

বাংলা শব্দের স্ত্রীলিঙ্গ

‘ই’ যোগ করে

পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ
বুড়া বুড়ি জেঠা জেঠি
মামা মামি মেসো মাসি
খুড়া খুড়ি খোকা খুকি
শ্বশুর শাশুড়ি কাকা কাকি
বামুন বামুনি ভাগনা (নে) ভাগনি
পিসা (পিসে) পিসি বেটা বেটি
নানা নানি দাদা দাদি
চাচা চাচি মোরগ মুরগি
ছাগল ছাগলি পাগলা পাগলি
পাঁঠা পাঁঠি রাজা রানি
শাহজাদা শাহজাদি বান্দা বাঁদি
মদ্দা মাদি ছেঁড়া ছুঁড়ি
শালা শালি মুসলমান মুসলমানি
শয়তান শয়তানি ফেরিওয়ালা ফেরিওয়ালি
ভাড়া ভেড়ি নেড়া নেড়ি
কিষাণ কিষাণি কুঁজো কুঁজি
বেঙ্গমা বেঙ্গমি চখা চখি
ডাহুক ডাহুকি বাঁদর বাঁদরি
ন্যাকা নেকি অভাগা অভাগি
আবেগে আবেগি আদুরে আদুরি
সোহাগে সোহাগি হিংসুটে হিংসুটি
‘আনি’ যোগ করে
পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ
ধোপা ধোপানি চাকর চাকরানি
গয়লা গয়লানি ঠাকুর ঠাকুরানি
মেথর মেথরানি রাজপুত রাজপুতানি
‘ইনি’ যোগ করে
পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ
বাঘ বাঘিনি সাপ সাপিনি
কাঙাল কাঙালিনি তাঁতি তাঁতিনি
অনাথ অনাথিনি রজক রজকিনি
‘নি’ যোগ করে
পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ
নাতি নাতনি কামার কামারনি
মাস্টার মাস্টারনি কুমোর কুমোরনি
মজুর মজুরনি জেলে জেলেনি
বেদে বেদেনি ডাক্তার ডাক্তারনি
মেছুয়া মেছুনি
স্ত্রী-বোধক ভিন্ন শব্দের দ্বারা
পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ
বাবা মা ভায়রা শালি
বর কনে দাদু দিদিমা
ঠাকুরদা ঠাকুরমা চাকর ঝি
বেয়াই বেয়ান ভূত পেতনি
কর্তা গিন্নি রাজা রানি
জামাই মেয়ে,ঝি সাহেব বিবিব, মেম
দাদা বউদি, দিদি ভগ্নীপতি ভগ্নী
নাতি নাতনি বোনাই বোন
বেটা বউ ভাই ভাজ
দাদাবাবু দিদিমণি ননদাই ননদ
ভাসুর জা (যা) শুক শারি
ষাঁড়, বলদ গাই শালা শালাজ
তাউই মাউই বাদশাহ বেগম
গোলাম বাঁদি ঠাকুরপো ঠাকুরাঝি
এঁড়ে-বাছুর বক্‌না-বাছুর ছেলে মেয়ে
ভাগনে ভাগনে-বউ বেটাছেলে মেয়েছেলে
খানসামা আয়া
পুরুষ বা স্ত্রী-বাচক শব্দ আগে-পরে বসিয়ে
পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ
বেনে বেনে-বউ গোঁসাই মা-গোঁসাই
মুচি মুচি-বউ পুরুষ-মানুষ মেয়ে-মানুষ
ধোপা ধোপা-বউ সৈন্য নারী সৈন্য
পুলিশ নারী পুলিশ ডেপুটি ডেপুটি-গিন্নি
ঘোষ ঘোষজায় গয়লা গয়লা-বউ
যাত্রী মহিলা যাত্রি কবি মহিলা কবি
কর্মী নারী কর্মী শিল্পী মহিলা শিল্পী
মদ্দা হাতি মাদি হাতি কুকুর মাদি কুকুর
মদ্দা ঘোড়া মাদি ঘোড়া হুলো বেড়াল মেনি বাড়েল
এঁড়ে মোষ মাদি মোষ পুত্র সন্তান কন্যা সন্তান
পুরুষ স্ত্রীলোক