বহুবচন
বহুবচন বোঝাবার নিয়ম
- (১) রা, এরা, গুলি, দের। দিগের, দিগকে ইত্যাদি বিভক্তি যোগ করে অনেক সময় বহুবচন বোঝানো হয়। যেমন-ছেলেরা, লোকেরা, বইগুলি, কাপড়্গুলো, লোকগুলিকে, মেয়েদের, পুরুষদের, পন্ডিতদিগের ছাত্রদিগকে, আমরা, তোমরা, তাহাদের, তোমাদিগকে, ইত্যাদি। (‘দিগকে’, ‘দিগের’ শুধু সাধু ভাষায় ব্যবহৃত হয়।)
- (২) সব, সকল, গণ, বৃন্দ, সমূহ ইত্যাদি বহুবচন-বোধক শব্দ আগে বা পরে বসিয়ে অনেক সময় বহুবচন বোজানো হয়। যেমন-ভাইসব, স ছেলে, বৃক্ষসকল, সকল মানুষ, বন্ধুগণ, ছাত্রবৃন্দ, ছাত্রীগণ, পর্বতসমূহ, পশুকুল, আত্মীয়বর্গ, বৃক্ষরাজি, গ্রন্থাবলি।
- (৩) সংখ্যাবাচক শব্দ একবচন শব্দের আগে বসিয়ে অনেক সময় বহুবচন বোঝানো হয়।যেমন-তিনটি চেয়ার, সাত বন্ধু, ছয় জন, দুখানি কাগজ।
- (৪) এক শব্দ পরপর দুবার ব্যবহার করে অনেক সময় বহুবচবন বোঝানো হয়। যেমন-গ্রামে গ্রামে কথাটি প্রচার হয়ে গেল। (অর্থাৎ অনেক গ্রামে)। বাড়িতে বাড়িতে গিয়ে বলে এসো। এই রকম আরও দৃষ্টান্ত : গাছে গাছে, মাঠে মাঠে, ঘরে ঘরে, পাকা পাকা (লিচু), কে কে, যে যে।
- (৫) বহুবচনবোধক বিশেষণ ব্যবহার করে অনেক সময় বহুবচন করা হয়। যেমন-প্রচুর (প্রচুর টাকা), অনেক (অনেক লোক), বহু (বহু প্রশ্ন), কত (কত বই), অসংখ্য (অসংখ্য ফুল)।
- (৬) যুগ্ম অর্থাৎ জোড়াশব্দ ব্যবহার করেও বহুবচন বোঝানো হয়। যথা-কাপড়চোপড় (অর্থাৎ কাপড় এবং সেই জাতীয় জিনিস), লোকজন, চাকরবাকর, ফলফল, হাঁড়িকুড়ি ইত্যাদি।
মনে রাখা প্রয়োজন, বহুবচন করার একটি বেশি নিয়ম একসঙ্গে ব্যবহার করা যায় না। অনেক লোকেরা সব গোরুগুলি, এইরকম লেখা ভুল। অনেক লোক, লোকেরা, সব গোরু, গোরুগুলি-এইগুলি বহুবচনের শুদ্ধ রূপ।
কয়েকটি একবচনের বহুবচন রূপ নীচে দেওয়া হল :