ভূমিকা
প্রাকৃতিক সম্পদ
ভূমিকা :
সম্পদ হল মানুষের চাহিদা মেটানোর উপযোগী বস্তু্ । পরিবেশ হল সমস্ত সম্পদ ও শক্তির ভান্ডার । পৃথিবীর জীব হিসেবে মানুষ তার নিত্যপ্রয়োজনীয় সম্পদ প্রকৃতি থেকে আরহণ করে । সহজলভ্য সম্পদ হিসেবে বনভূমি, মাটি, সূর্যালোক, বাতাস, জল যেমন গ্রহণ করে তেমনি মানবসভ্যতা বিকাশ ও সুখ-স্বাচ্চন্দ্যের জন্য বিভিন্ন দুষ্প্রাপ্য সম্পদ যেমন-টিন, অভ্র, লৌহ, খনিজ তেল সংগ্রহ করে এই সংগ্রহের কাজে মানুষ তার জ্ঞান, বুদ্ধি এবং শ্রমকে ব্যবহার করে ।