ভূমিকা
আকাশভরা সূর্যতারা, বিশ্বভরা প্রাণ
বিপুল এ পৃথিবী আর বিচিত্র তার পরিবেশ । পাহাড়, নদী, বন-জঙ্গল, জীবজন্ত, সবাইকে নিয়ে পৃথিবীর এই পরিবেশ গড়ে ইঠতে সময় লেগেছে প্রায় ৫০০ কোটি বছর । প্রায় ৩০০ কোটি বছর পূর্বে পৃথিবীতে প্রথম জীবনের সূচনা হল । তারপর বিবর্তনের হাত ধরে বহু বছর পেরিয়ে মাত্র ২০ লক্ষ বছর পূর্বে মানুশের আবির্ভাব ঘটল পৃথিবীতে । বুদ্ধিমান মানুষ নিজের সুখ-সাচ্ছন্দ্যের জন্য প্রাকৃতিক সম্পদকে দুহাতে ভোগ করেতে আরম্ভ করল । মানুষ ভুলে গেল এই প্রকৃতিতে বসবাসকারী 140 মিলিয়ন জীবপ্রজাতীর সমান অধিকার রয়েছে । মানুষের মনুষ্যকেন্দ্রিক কার্যকলাপ প্রকৃতিতে দূষণের সৃষ্টি করছে, যা পৃথিবীকে ভয়ঙ্কর ভবিষ্যতের সম্মুখীন করেছে । তাই আজ পরিবেশবিদ্যা এক গুরুত্বপূর্ণ বিজ্ঞান শাখা ।