জীববৈচিত্র্যের দেশ ভারতবর্ষ
মহা জীববৈচিত্র্যের দেশ ভারতবর্ষ (India as a Mega-diversity Nation) :
- ভারতবর্ষের জৈব বৈচিত্র্যের মূলে রয়েছে ভূ-প্রকৃতিগত বিভিন্ন আঞ্চলিক বৈচিত্র্যময়তা। তুষারে ঢাকা হিমালয় থেকে বিস্তৃত সমুদ্রের মাঝে রয়েছে উষর মরুভূমি, অনুচ্চ পর্বতমালা, বিস্তৃত মালভূমি, উর্বর সমভূমি ও গাঙ্গেয় উপত্যকার সহাবস্থান। এই বৈচিত্র্যময় ভূ-প্রকৃতি (পশ্চিমঘাটের বৃষ্টিঅরণ্য, রাজস্থানের শুষ্ক মরুভূমি, লাদাখ ও হিমালয়ের ঠাণ্ডা ও শুষ্ক অঞ্চল, গাঙ্গেয় সমভূমি অঞ্চল ইত্যাদি) সারা বিশ্বের কাছে ঈর্ষার কারণ। বিশ্বের 18 টি মহা জীববৈচিত্র্যের দেশের মধ্যে ভারত অন্যতম। ভূপৃষ্ঠের শতকরা 2.1 ভাগ এলাকায় পৃথিবীর শতকরা 5.6 ভাগ জৈব বৈচিত্র্য ভারতে দেখা যায়। ভারতে 45000 এরও বেশি উদ্ভিদ প্রজাতি রয়েছে। শতকরা 18 ভাগ উদ্ভিদ ভারতের নিজস্ব সম্পদ। 4900 বিভিন্ন ফুলের গাছ একান্ত নিজস্ব । বিশ্বের আবিষ্কৃত উভচর (ব্যাং জাতীয়) শ্রেণির শতকরা 18 ভাগ, সরীসৃপের শতকরা 50 ভাগ ভারতেই কেবলমাত্র পাওয়া যায়। ভারতে খাদ্যশস্যের 51টি প্রজাতি। ভারতে প্রাণী সম্পদ বিশ্বের শতকরা 64 ভাগ। ভারতে মোট প্রাণীপ্রজাতি 87000 (57000 কীটপতঙ্গ, 2564 মাছ, 209 উভচর, 456 সরীসৃপ, 1232 পাখি, 390 স্তন্যপায়ী, প্রায় 20000 অন্যান্য অমেরুদণ্ডী প্রাণী প্রজাতি) রয়েছে। এই মহা জৈব-বৈচিত্র্য অন্য কোনো দেশে নেই। তাই ভারতবর্ষকে মহা জৈব-বৈচিত্র্যের দেশ বলা হয়।
বিশ্ব ঐতিহ্যময় স্থান (World heritage site) হিসাবে চিহ্নিত ভারতের অঞ্চলসমূহ:
- ভারত ভুটান সীমান্তে মানস, আসামের কাজিরঙ্গা, রাজস্থানের ভরতপুর, উত্তরাঞ্চলের নন্দাদেবী, পশ্চিমবঙ্গের গাঙ্গেয় ব-দ্বীপের সুন্দরবন।
অন্যান্য উল্লেখযোগ্য জৈবমন্ডলগুলি—
জৈবমন্ডল | স্থান |
---|---|
নকরেক | মেঘালয় |
মান্নার উপসাগর | তামিলনাড়ু |
শিমলিপাল | ওড়িশা |
ডিব্রুসালি হাওয়া | অসম |
দিহাং দেবাং | অরুণাচল প্রদেশ |
পাঁচমারী | মধ্যপ্রদেশ |
কাঞ্চনজঙ্ঘা | সিকিম |
অগস্থমালাই | তামিলনাড়ু |
জৈবমণ্ডলের বিশ্ব তালিকায় ভারতের তিনটি জৈবমণ্ডল অন্তর্ভুক্ত করা হয়েছে। সুন্দরবন, মান্নার উপসাগর (তামিলনাড়ু) এবং নীলগিরি (কর্ণাটক, কেরালা ও তামিলনাডু)। জৈববৈচিত্র্যের উপস্থিতির সঙ্গে সঙ্গে ভারতবর্ষে উদ্ভিদ ও প্রাণীর নানাপ্রকার আনুষ্ঠানিক গুরুত্ব আছে। শ্যামাপূজায় জবা ও শিবের অর্চনায় ধুতুরা ফুল কারো কাছে পবিত্র তাই মন্দিরে পূজার কাজে লাগে। গুজরাটে যজ্ঞাগ্নিতে সামী ফুল ব্যবহার করা আর একটি উল্লেখযোগ্য বিষয়। বিভিন্ন দেবদেবীর সঙ্গে সম্পর্কযুক্ত হওয়ার কারণে নানা উদ্ভিদ ও প্রাণীদের বিশেষ গুরুত্ব আছে। প্রাণীদের কয়েক ধরনের বাহন হিসেবে পবিত্র আখ্যা দেওয়া হয়। এদের মধ্যে মহাদেবের বৃষ, গণেশের মূষিক এবং দুর্গার সিংহ উল্লেখযোগ্য বাহন হিসাবে পরিচিত। এইভাবে ভারতবাসীরা দেশের জীববৈচিত্র্যকে ধর্মীয় চেতনার মাধ্যমে যুগযুগ ধরে সংরক্ষণ করেছে। তাই ভারতবর্ষ বিশ্বের অন্যতম মহা জীববৈচিত্র্যের দেশরূপে চিহ্নিত হয়েছে।