logo Menu
বাংলা ইতিহাস ভূগোল সাধারণ জ্ঞান গণিত ভৌত বিজ্ঞান জীবন বিজ্ঞান ইংরেজি ভারতের সংবিধান অর্থনীতি শিশু মনস্তত্ত্ব পরিবেশ কম্পিউটার
     ❯   

পরিবেশ বিদ্যা চর্চা

পরিবেশবিদ্যা

পরিবেশবিদ্যার বহুমুখী প্রকৃতি

ভূমিকা পরিবেশ পরিবেশের উপাদান পরিবেশবিদ্যা পরিবেশবিদ্যার পরিধি পরিবেশগত শিক্ষার গুরুত্ব স্থিতিশীল উন্নয়ন

বিশ্ব: বাস্তুসংস্থান ও বাস্তুতন্ত্র

ভূমিকা বাস্তুতন্ত্রের উপাদান সমূহ খাদ্যশৃঙ্খল খাদ্য জাল বাস্তুতন্ত্রে শক্তিপ্রবাহ বাস্তুতন্ত্রের ধারণা বাস্তুতান্ত্রিক উত্তরাধিকার পুকুরের বাস্তুতন্ত্র সমুদ্রের বাস্তুতন্ত্র তৃণভূমির বাস্তুতন্ত্র বনভূমির বাস্তুতন্ত্র মরুভূমির বাস্তুতন্ত্র মোহনা অঞ্চলের বাস্তুতন্ত্র নদীনালার বাস্তুতন্ত্র হ্রদের বাস্তুতন্ত্র জীবমণ্ডল

প্রাকৃতিক সম্পদ

ভূমিকা সম্পদ সম্পদের শ্রেণিবিভাগ প্রাকৃতিক সম্পদ নবীকরণযোগ্য সম্পদ অনবীকরণযোগ্য সম্পদ ভূমিসম্পদ অরণ্যসম্পদ জলসম্পদ শক্তিসম্পদ প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ স্থিতিশীল উন্নয়নে সম্পদ

জীববৈচিত্র্য ও তার সংরক্ষণ

ভূমিকা জীববৈচিত্র্যের প্রয়োজনীয়তা জীববৈচিত্র্যের স্তর জীববৈচিত্র্যের মূল্য জীববৈচিত্র্যের দেশ ভারতবর্ষ জীববৈচিত্র্যের উষ্ণ অঞ্চল জীববৈচিত্র্যের সঙ্কট বিরল , বিপন্ন ও বিলুপ্ত প্রাণী জীববৈচিত্র্যের সংরক্ষণ যৌথ বন ব্যবস্থাপনা

পরিবেশ দূষণ

ভূমিকা পরিবেশ দূষণ জল দূষণ বায়ু দূষণ মৃত্তিকাদূষণ শব্দদূষণ

জনসংখ্যা ও পরিবেশ

ভূমিকা বিভিন্ন দেশের জনসংখ্যার তারতম্য জনবিস্ফোরণ পরিবার পরিকল্পনা পরিবেশ ও মানবস্বাস্থ্য পুনর্বাসন ও পুনস্থাপনের সমস্যা পরিবেশের বিপর্যয় বন্যা ভূমিকম্প সাইক্লোন ভূমিধস ধস ব্যবস্থাপনা বায়ুদূষণ : ভূপাল গ্যাস দুর্ঘটনা চের্নোবিল দুর্ঘটনা বিশনই আন্দোলন আপ্পিকো চাভেলী আন্দোলন চিপকো আন্দোলন সাইলেন্ট ভ্যালি আন্দোলন নর্মদা বাঁচাও আন্দোলন পরিবেশ নৈতিকতা পরিবেশ রক্ষায় সংস্কৃতি লিঙ্গ মানবাধিকার পরিবেশ সচেতনতা

পরিবেশ ব্যবস্থাপনা

পরিবেশ ব্যবস্থাপনা জমি সংরক্ষণ অরণ্য সংরক্ষণ খনিজ সম্পদ সংরক্ষণ সম্পদের পুনঃব্যবহার দূষণ নিয়ন্ত্রণ কৌশল পরিবেশ বিষয়ক নীতি

পরিবেশগত আইন

পরিবেশ সংক্রান্ত আইন পরিবেশ সংরক্ষণ আইন ১৯৮৬ বায়ুদূষণ আইন ১৯৮১ জলদূষণ আইন ১৯৭৪ জল(দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ) কর আইন , ১৯৭৭ শব্দদূষণ আইন ২০০০ ভূমিদূষণ আইন ১৯৮৯ অরণ্য সংরক্ষণ আইন ১৯৮০ বন্যপ্রাণী রক্ষা আইন ১৯৭২ কেন্দ্র দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ আন্তর্জাতিক মান নির্ধারক সংস্থা জীববৈচিত্র্য আইন ২০০২ আন্তর্জাতিক চুক্তি জীববৈচিত্র্যের সম্মেলন সংরক্ষিত এলাকা আদিবাসী জনসংখ্যা ও তার আধিকার মানুষ ও বন্যপশু সংঘাত

জীববৈচিত্র্যের প্রয়োজনীয়তা


জীববৈচিত্র্যের প্রয়োজনীয়তা :

জীবজগতের বিশাল বৈচিত্র্য পৃথিবী ও মানবজাতির সুস্থ জীবনের জন্য প্রয়োজন। জীবজগতের বৈচিত্র্যের মধ্যে নিহিত রয়েছে—

  • (1) নান্দনিক মূল্য : প্রত্যেক প্রজাতি ও পরিবেশ পদ্ধতি পৃথিবীর সৌন্দর্যকে সমৃদ্ধ করে।
  • (2) অস্তিত্ব রক্ষার প্রয়োজন : জীবনধারণের প্রাথমিক চাহিদা মেটানোর জন্য জীববৈচিত্র্য গুরুত্বপূর্ণ।
  • (3) অর্থনৈতিক মূল্য : খাদ্য, ওষুধ, শিল্পের জন্য প্রয়োজন।
  • (4) পরিবেশ পরিষেবা।
  • (5) আধ্যাত্মিক ও সাংস্কৃতিক মূল্য।

জীবমণ্ডলের বিভিন্নতা হল জৈব বৈচিত্র্যের ভাণ্ডার।

UNEP-United Nations Environmental Programme এবং IUCN— International Union for the conservation of Nature and Natural Resources দ্বারা নির্ধারিত জীববৈচিত্র্যের সংজ্ঞা হল-

  • সংজ্ঞা : কোনো একটি স্থানের ক্রিয়াশীল ও পরস্পর নির্ভরশীল বিভিন্ন প্রকারের জীবের সমাবেশকে বা বিভিন্ন প্রকার জীবের জেনেটিক উপাদানের সমাবেশকে জৈব বৈচিত্র্য (Biodiversity) বলে। ওয়াল্টার রোজেন 1986 সালে স্মিথ সোমিয়ান ইনস্টিটিউটের ন্যাশনাল ফোরামে সর্বপ্রথম Biodeversity শব্দটি ব্যবহার করেন ।

জীবজগতের বৈচিত্র্যের মধ্যে অর্থনৈতিক ও পরিবেশগত তথা বাস্তুসংস্থানগত মূল্য নিহিত রয়েছে।

  • (1) একটি বাস্তুতন্ত্রের মধ্যে থাকে অসংখ্য উদ্ভিদ, বিভিন্ন প্রজাতির প্রাণী, অণুজীব, যারা পরস্পরের সাথে সম্পর্কযুক্ত। আবার মাটি, বাতাস, জল, খনিজ পদার্থযুক্ত অজৈব পরিবেশের আনুকূল্যে এরা অর্থাৎ জীবকুল অস্তিত্ব বজায় রাখে। সুতরাং জীববৈচিত্র্য কোনো না কোনো ভাবে বিনষ্ট হলে বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট হয়। খাদ্যশৃঙ্খল, খাদ্য পিরামিড, খাদ্য জালিকা বিঘ্নিত হয়। তাই জৈব বৈচিত্র্য রক্ষা করা গুরুত্বপূর্ণ।
  • (2) জীববৈচিত্রের অন্তর্গত জীবমণ্ডলের নানা প্রজাতি মানুষের কল্যাণ কার্যের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পর্কিত। খাদ্য, ঔষধ ও শিল্পসামগ্রীর জন্য মানুষ বিভিন্ন প্রজাতির উপর নির্ভরশীল। উন্নয়নশীল দেশের ৮০% মানুষ স্বাস্থ্যের ও রোগনিরাময়ের ঔষধের জন্য উদ্ভিজ, প্রাণীজ এবং খনিজ উৎসের উপর নির্ভরশীল। এইসব দেশের প্রায় ২০,০০০ গাছপালা থেকে চিকিৎসার প্রয়োজনীয় – ভাল ওষুধপত্র তৈরি হয়। সুতরাং জৈব বৈচিত্র্যের অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম।

উপরোক্ত কারণগুলির জন্য জৈব বৈচিত্র্য রক্ষা করা উচিত।