জীববৈচিত্র্যের প্রয়োজনীয়তা
জীববৈচিত্র্যের প্রয়োজনীয়তা :
জীবজগতের বিশাল বৈচিত্র্য পৃথিবী ও মানবজাতির সুস্থ জীবনের জন্য প্রয়োজন। জীবজগতের বৈচিত্র্যের মধ্যে নিহিত রয়েছে—
- (1) নান্দনিক মূল্য : প্রত্যেক প্রজাতি ও পরিবেশ পদ্ধতি পৃথিবীর সৌন্দর্যকে সমৃদ্ধ করে।
- (2) অস্তিত্ব রক্ষার প্রয়োজন : জীবনধারণের প্রাথমিক চাহিদা মেটানোর জন্য জীববৈচিত্র্য গুরুত্বপূর্ণ।
- (3) অর্থনৈতিক মূল্য : খাদ্য, ওষুধ, শিল্পের জন্য প্রয়োজন।
- (4) পরিবেশ পরিষেবা।
- (5) আধ্যাত্মিক ও সাংস্কৃতিক মূল্য।
জীবমণ্ডলের বিভিন্নতা হল জৈব বৈচিত্র্যের ভাণ্ডার।
UNEP-United Nations Environmental Programme এবং IUCN— International Union for the conservation of Nature and Natural Resources দ্বারা নির্ধারিত জীববৈচিত্র্যের সংজ্ঞা হল-
- সংজ্ঞা : কোনো একটি স্থানের ক্রিয়াশীল ও পরস্পর নির্ভরশীল বিভিন্ন প্রকারের জীবের সমাবেশকে বা বিভিন্ন প্রকার জীবের জেনেটিক উপাদানের সমাবেশকে জৈব বৈচিত্র্য (Biodiversity) বলে। ওয়াল্টার রোজেন 1986 সালে স্মিথ সোমিয়ান ইনস্টিটিউটের ন্যাশনাল ফোরামে সর্বপ্রথম Biodeversity শব্দটি ব্যবহার করেন ।
জীবজগতের বৈচিত্র্যের মধ্যে অর্থনৈতিক ও পরিবেশগত তথা বাস্তুসংস্থানগত মূল্য নিহিত রয়েছে।
- (1) একটি বাস্তুতন্ত্রের মধ্যে থাকে অসংখ্য উদ্ভিদ, বিভিন্ন প্রজাতির প্রাণী, অণুজীব, যারা পরস্পরের সাথে সম্পর্কযুক্ত। আবার মাটি, বাতাস, জল, খনিজ পদার্থযুক্ত অজৈব পরিবেশের আনুকূল্যে এরা অর্থাৎ জীবকুল অস্তিত্ব বজায় রাখে। সুতরাং জীববৈচিত্র্য কোনো না কোনো ভাবে বিনষ্ট হলে বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট হয়। খাদ্যশৃঙ্খল, খাদ্য পিরামিড, খাদ্য জালিকা বিঘ্নিত হয়। তাই জৈব বৈচিত্র্য রক্ষা করা গুরুত্বপূর্ণ।
- (2) জীববৈচিত্রের অন্তর্গত জীবমণ্ডলের নানা প্রজাতি মানুষের কল্যাণ কার্যের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পর্কিত। খাদ্য, ঔষধ ও শিল্পসামগ্রীর জন্য মানুষ বিভিন্ন প্রজাতির উপর নির্ভরশীল। উন্নয়নশীল দেশের ৮০% মানুষ স্বাস্থ্যের ও রোগনিরাময়ের ঔষধের জন্য উদ্ভিজ, প্রাণীজ এবং খনিজ উৎসের উপর নির্ভরশীল। এইসব দেশের প্রায় ২০,০০০ গাছপালা থেকে চিকিৎসার প্রয়োজনীয় – ভাল ওষুধপত্র তৈরি হয়। সুতরাং জৈব বৈচিত্র্যের অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম।
উপরোক্ত কারণগুলির জন্য জৈব বৈচিত্র্য রক্ষা করা উচিত।