মরুভূমির বাস্তুতন্ত্র
মরুভূমির বাস্তুতন্ত্র (Desert Ecosystem) :
পৃথিবীর স্থলভাগের প্রায় 17% মরু অঞ্চল রূপে চিহ্নিত । এইসব অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ অতি অল্প (25 সেমি বা তারও কম) । পৃথিবীর বিখ্যাত মরুভূমি হল সাহারা । ভারতের থর মরুভূমিও পরিচিত মরুভূমি । শুষ্ক মরুভূমি হল থর । মরুভূমিতে বৃষ্টিপাত অত্যন্ত কম । এখানকার আবহাওয়া চরমভাবাপন্ন, দিন ও রাত্রির মধ্যে তাপমাত্রার পার্থক্য অনেক বেশি । এই সমস্ত কারণে এখানে জীবের সংখ্যা অত্যন্ত কম । বিয়োজকের সংক্যাও অতি অল্প । এখানকার উৎপাদক শ্রেণি হল ফণিমনসা, বাবলা জাতীয় কাঁটাযুক্ত, খরা সহনশীল উদ্ভিদ । কীটপতঙ্গ হল প্রাথমিক খাদক, অ্যান্টিলোপ, পাখির হল গৌণ খাদক, সরীসৃপ, মরুবেজী, মরু শেয়াল হল সর্বোচ্চ খাদক ।
এখানে অধিক তাপমাত্রা ও শুষ্ক পরিবেশের কারণে অতি অল্প সংখ্যক উষ্ণতা সহনশীল ব্যাকটিরিয়া ও ছত্রাক বাস করে । এরাই বিয়োজপক হিসেবে কাজ করে ।