জীববৈচিত্র্যের সংরক্ষণ
জীববৈচিত্র্যের সংরক্ষণ (Conservation of Biodiversity) :
- প্রাকৃতিক সম্পদের ক্ষয়রোধের জন্য, জীববৈচিত্র্যে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য সংরক্ষণ পদ্ধতি অবলম্বন করা একান্ত প্রয়োজন।
সংজ্ঞা : যে পদ্ধতিতে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গী সহ সুপরিকল্পিতভাবে প্রাকৃতিক সম্পদের ব্যবহার, পরিবেশের অনুকূল অবস্থা সৃষ্টি করে প্রাকৃতিক সম্পদ (উদ্ভিদ, প্রাণীসহ সকলপ্রকার জীববৈচিত্র্য) পুনঃস্থাপন ও সুরক্ষিত করা হয় তাকে সংরক্ষণ বলে।
জীববৈচিত্র্য সংরক্ষণের উপায়গুলি নিম্নরূপ
ইনসিটু (Insitu) ও এক্সসিটু (Exsitu) সংরক্ষণ :
- বিলুপ্তপ্রায়, বিপন্ন প্রজাতির উদ্ভিদ ও প্রাণী সংরক্ষণের যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। বনাঞ্চল ও বন্যপ্রাণী সংরক্ষণের জন্য, ইনসিটু (Insitu) বা স্বস্থানিক (অভয়ারণ্য, জাতীয় উদ্যান ইত্যাদি) ও এক্সসিটু (Ex-situ) বা অস্থানিক সংরক্ষণ ব্যবস্থা (চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন, অণুজীব সংগ্রহশালা) গড়ে তুলতে হবে।
বিভিন্ন প্রকার ইনসিটু সংরক্ষণ :
অভয়ারণ্য (Sanctuary) :
- যে নির্দিষ্ট অরণ্যে বন্যপ্রাণী স্বাধীনভাবে খাদ্য গ্রহণ, নির্ভয়ে বিচরণ এবং নিভৃতে প্রজনন করতে পারে সেই অরণ্যকে অভয়ারণ্য বলে।
- যেমন—সুন্দরবন (পঃবঃ), জলদাপাড়া (পঃবঃ), মানস (অসম), গির অরণ্য (গুজরাট)।
সংরক্ষিত বনভূমি (Reserve forest) :
- যে অরণ্য রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন থাকে এবং যেখানে সাধারণের প্রবেশ নিষেধ; তবে সরকারের অনুমতিক্রমে গবেষণার জন্য প্রবেশ করা যায় তাকে সংরক্ষিত বনভূমি বলে।
- যেমন—গরুমারা, চাপড়ামারি (পঃবঃ)।
জাতীয় উদ্যান (National Park) :
- কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন যে অরণ্য আয়তনে অভয়ারণ্যের থেকে বড়ো এবং যেখানে প্রাণীহত্যা, গাছকাটা, মাছধরা, অনুমতি ব্যতীত প্রবেশ করা একেবারে নিষিদ্ধ, সেই অরণ্যকে জাতীয় বনভূমি বা জাতীয় উদ্যান বলে।
- হাজারিবাগ (বিহার), করবেট (উত্তরাখণ্ড), কানহা (মধ্যপ্রদেশ)।
অন্যান্য
- বনভূমি থেকে গাছ কাটা বন্ধ করা তথা অরণ্য ধ্বংস করা বন্ধ করতে হবে। সেইসঙ্গে পতিত জমিতে নূতন বনাঞ্চল সৃষ্টি করতে হবে। বনসৃজন ও রক্ষণাবেক্ষণকে বলে সিলভিকালচার। সংরক্ষিত বনভূমি, জাতীয় পার্ক, অভয়ারণ্যগুলি চিহ্নিতকরণ ও তাদের সংখ্যা বৃদ্ধি প্রয়োজন।
- প্রাকৃতিক সম্পদের সুস্থায়ী ব্যবহার, জীববৈচিত্র্য সংরক্ষণে আন্তর্জাতিক স্তরে সহযোগিতা যেমন প্রয়োজন তেমনি বন্যপ্রাণী হত্যা বন্ধ করা ও বন্যপ্রাণী আইন কঠোরভাবে কার্যকর করতে হবে।
- বীজ ভাণ্ডারের হিমঘরে বীজ সংরক্ষণের মাধ্যমে, পরাগ সংগ্রহশালায় পরাগরেণু সংরক্ষণ করে, টিকালচার করে, জিন সম্পদ ভাণ্ডার গড়ে তুলে এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং পদ্ধতি অবলম্বন করে (জীবের জীনগত গুণমানের পরিবর্তন, পরিবর্ধন করে) জৈববৈচিত্র্য রক্ষা করা সম্ভব। বন্যপ্রাণী সংরক্ষণের উদ্দেশ্যে 1972 সালে জাতীয় বন্যপ্রাণী আইন চালু হয়েছে।