পরিবেশ
পরিবেশের সংজ্ঞা :
ফরাসী শব্দ এনভাইরন (Environ) কথাটি থেকে Environment বা পরিবেশ কথাটি এসেছে । Environ কথার অর্থ হল পারিপার্শ্ব ।
সুতরাং, পরিবেশ বলতে চারপাশের অবস্থাকে বোঝায় । একজন মানুশের চারপাশে ছড়িয়ে থাকার জড়বস্তু ও জীবজগতের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে । এর অঙ্গে তার সমাজজীবন ও তার নিজস্ব সংস্কৃতি মিলেমিশে তৈরি হয় সামগ্রী পরিশেব ।
সংজ্ঞা : কোনো একটি নির্দিষ্ট স্থানের সমস্ত জৈব ও প্রাকৃতিক জড় উপাদান সঙ্গে মানুষের কার্যকলাপ যুক্ত হয়ে যা সামগ্রিক অবস্থা তৈরি হয় তাকে বলা হয় পরিবেশ ।