নদীনালার বাস্তুতন্ত্র
নদীনালার বাস্তুতন্ত্র (Ecosystem of streams and Rivers) :
(1) পাহাড়, পর্বত বা মালভূমি থেকে উৎপন্ন বিভিন্ন প্রকার ছোটো-বড়ো নদী-নালার জলের গভীরতা, স্রোত, ভৌত ও রাসায়নিক ধর্ম সম্পর্ক ভিন্ন । বরফগলা জলে পুষ্ট নদী, বৃষ্টির জলে পূর্ণ নদী, জোয়ারের জলে পুষ্ট নদীর জলের প্রকৃতি ভিন্ন ভিন্ন ।
(2) অধিকাংশ নদ-নদীর জলে লবণের ভাগ শতকরা একভাগেরও কম থাকে ।
(3) নদীর জলের গতিবেগ, জলপ্রবাহের মাত্রা ও পরিমাণ উৎস অঞ্চল এবং মোহনা অঞ্চলে ভিন্ন হয় ।
(4) নদীর উচ্চ, মধ্য ও নিম্নগতিতে জলের তাপমাত্রা ও গভীরতা পরিবর্তিত হয় । উচ্চগতি অপেক্ষা মোহনা অঞ্চলে তাপমাত্রা বেশি হয় ।
(5) উৎস অপেক্ষা মোহনা অঞ্চলে নদীতে উপস্থিত জৈববৈচিত্র্য অনেকগুণ বাড়ে ।
(6) উৎসের তুলনায় মোহনা অঞ্চলের জল অধিক ঘোলাটে হয় । কারণ বহু বালি, কাদা, পলি নদীপথে মিশ্রিত হয় ।
(7) নদীর উৎসের কাছে স্বচ্ছ জলে অক্সিজেন যুক্ত থাকে, কিন্তু মোহনা অঞ্চলে অস্বচ্ছ জলে অক্সিজেনের পরিমাণ কম থাকে ।
(8) মোহনার নিকটবর্তী জলের গভীর অংশে অক্সিজেন ও আলোর পরিমাণ কম হয় ।
নদীর উৎপাদক : বিভিন্ন প্রকার জৈব পদার্থে পরিপূর্ণ নদীজলে নানাপ্রকার শ্যাওলা, ফাইটোপ্লাঙ্কটন ও জু-প্ল্যাঙ্কটন তৈরি হয় ।
খাদক : নদীর উৎসে ট্রাউট মাছ, বিভিন্ন গতিতে কীটপতঙ্গ, জলজ পাখি, মাছ, কচ্ছপ, কুমির, ডলফিন, ব্যাঙ, সাপ ইত্যাদি প্রাণী বিভিন্ন স্তরের খাদক শ্রেণীভুক্ত ।
বিয়োজক : ব্যাকটিরিয়া ও ছত্রাক জীবদেহের উপর বিয়োজক প্রক্রিয়া ঘটায় । নদীর জলের ভাসমান মৃতদেহ এদের দ্বারা বিয়োজিত হয়ে জলে মিশে যায় ও সমুদ্রে নিক্ষেপিত হয় ।