ভূমিকা
ভূমিকা :
কোনো একটি স্থানের পরস্পর নির্ভরশীল বা ক্রিয়াশীল নানা প্রকারের উদ্ভিদ, প্রাণী ও জীবাণুর সমাবেশ অর্থাৎ কোনো অঞ্চলের সমস্ত জিন, প্রজাতি ও বাস্তুতন্ত্রের সামগ্রিক সমষ্টিকে জৈববৈচিত্র্য বলা হয়। অনেকের মতে জৈববৈচিত্র্য হল উদ্ভিদ, বন্যপ্রাণী, ভাইরাস, ব্যাকটিরিয়া, গৃহপালিত প্রাণী, বীজ প্রভৃতির সমস্ত জেনেটিক উপাদানের সমাহার।