ভূমিকা
যেকোনো দেশের জন্মহার, মৃত্যুহারকে অতিক্রম করলে জনসংখ্যা বৃদ্ধি পায়। পৃথিবীর প্রতিটি দেশে জনসংখ্যা জ্যামিতিক হারে (geometric progression) বৃদ্ধি পায়।
কোনো ভৌগোলিক ক্ষেত্রে বসবাসকারী মোট জনসংখ্যা এবং ওইখানের মোট জমির আয়তনের অনুপাতকে জনঘনত্ব বলে।
জনসংখ্যার ঘনত্ব = মোট জনসংখ্যা / মোট জমির পরিমাণ
কোনো দেশের ব্যহারযোগ্য জমির ওপর জনসংখ্যার চাপ নির্ধারণের জন্য মানুষ-জমির অনুপাত সূচক ব্যবহার করা যায়-
মানুষ-জমির অনুপাত = মোট জনসংখ্যা / মোট কার্যকর জমির আয়তন
উন্নত দেশগুলিতে জনসংখ্যার বৃদ্ধির হার মাত্র 1%। যেমন—আমেরিকা, ফ্রান্স। আবার জার্মানি ও অস্ট্রিয়ার বৃদ্ধির হার প্রায় ০%। উন্নয়নশীল দেশ হিসেবে এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকার বৃদ্ধির হার অত্যধিক। মেক্সিকোতে 3.6%, ভারতে 2.1%। হিউম্যান পপুলেশন সম্পর্কিত অধ্যয়ন হল ডেমোগ্রাফি। জনসংখ্যার সম্পূর্ণ গণনাকে সেনসাস বলে। ১০ বছর অন্তর সেনসাস হয়।