অনবীকরণযোগ্য সম্পদ
অনবীকরণযোগ্য সম্পদ :
অনবীকরণযোগ্য সম্পদের মধ্যে কয়লা, খনিজ তেল, খনিজ পদার্থ, তেজস্ক্রিয় পদার্থ উল্লেখযোগ্য।
এদের সমস্যা হল-
(1) এইপ্রকার সম্পদের ভান্ডার সিমিত । ক্রমাগত ব্যবহারে কয়লা, খনিজ পদার্থ, বিভিন্ন প্রকারে খনিজ লবণ ও ধাতু এবং তেজস্ক্রিয় জ্বালানি হিসেবে তেজস্ক্রিয় পদার্থ হ্রাস পাচ্ছে । একসময় এই ভান্ডার শূন্য হবে ।
(2) এইসমস্ত সম্পদগুলি নানাভাবে পরিবেসে দূষণ সৃষ্টি করে । তাই এদের যথেচ্ছ ব্যবহার বিপজ্জনক ।
(3) কয়লা, খনিজ তেল, তেজস্ক্রিয় পদার্থের দহন ও ব্যবহারের কারণে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য ও বাস্ততন্ত্রের ভারসাম্যতা নষ্ট হচ্ছে ।