ভূমিকা
ভূমিকা
- পৃথিবীর পরিবেশের ভৌত, অজৈব ও জৈব উপাদানগুলি সম্মিলিতভাবে সুদীর্ঘকাল ধরে যে পারিপার্শ্বিক অবস্থার সৃষ্টি করেছে অর্থাৎ যে গুণমান ধরে রেখেছে, যে কোনো উপায়ে সেই গুণমানের ক্ষতি অর্থাৎ অবনতিকে পরিবেশের মান অবনমন বা পরিবেশগত অবক্ষয় বলে।
- শিল্পোন্নয়ন, কৃষিকার্যে আধুনিক পদ্ধতির প্রয়োগ ও জনবিস্ফোরণের ফলে ভারতের পরিবেশের অবনতি ঘটেছে। জনসংখ্যার চাহিদার চাপ পড়েছে ভূমি, জল ও বায়ুর উপর। শিল্পায়ন, শহুরে সভ্যতার বিকাশ ও যানবাহনের সংখ্যার অনিয়ন্ত্রিত বৃদ্ধিতে বায়ু ও জলদূষণ ঘটছে। বসতির চাহিদা মেটাতে অরণ্য ধ্বংস হচ্ছে ও তৃণভূমি ও কৃষিকার্যের প্রয়োজনে অরণ্যের পরিমাণ হ্রাস পাওয়ায় ভূমিক্ষয় ঘটছে।
সংজ্ঞা (Definition) :
- পরিবেশবিদ্ ওডামের মতে, “বায়ু, জল, মাটি প্রভৃতির ভৌত, রাসায়নিক ও জৈবিক বৈশিষ্ট্যের যে অনভিপ্রেত পরিবর্তন মানবসভ্যতাকে বা কোনো প্রজাতির জীবনকে, কোনো শিল্পের প্রক্রিয়াকে, কোনো সজীব অস্তিত্বকে এবং কোনো সাংস্কৃতিক বা প্রাকৃতিক সম্পদকে ক্ষতিগ্রস্ত করেছে বা করতে পারে তাকেই দূষণ বলা হয়।” 1986 সালে ভারত সরকার পরিবেশ সুরক্ষা আইন প্রণয়ন করেছেন। এই আইন অনুসারে পরিবেশের স্বাভাবিক গঠনে কোনো কঠিন, তরল বা গ্যাসীয় পদার্থের যে পরিবর্তন পরিবেশের ক্ষতির কারণ হয় তাকেই পরিবেশদূষণ বলে। যে সমস্ত পদার্থ পরিবেশের দূষণের জন্য দায়ী তাদের পরিবেশ দূষক রূপে চিহ্নিত করা হয় ।