বিশনই পরিবেশ আন্দোলন
ভারতবর্ষের ইতিহাসে জঙ্গল ধ্বংসের বিরুদ্ধে আন্দোলন সুপ্রাচীন সময় থেকে উল্লেখ করা হয়েছে। 1731 খ্রিস্টাব্দে রাজস্থানের যোধপুরের রাজার (অভয় সিং) নতুন ভবন নির্মাণের জন্য কাঠের প্রয়োজন হয়। রাজার সৈন্যরা একটি বিশনই সম্প্রদায়ের দখলে থাকা ডাল (খেজারলি, Khejarli) কাঠ কাটার জন্য যায়। অমৃতাদেবী নামে এক বিশনই নারী গাছকে (খেজরী বা শামীবৃক্ষ) জড়িয়ে ধরে গাছকাটা বন্ধ করতে উদ্যোগী হয়। তাঁর তিন কন্যা ও অন্যান্য বিশনই সম্প্রদায়ের মানুষ একইভাবে গাছকাটার বিরুদ্ধে আন্দোলনে সামিল হয়। রাজার সৈন্যরা তাদের হত্যা করে (৩৬৩ জন) যাতে শ্রমিকরা গাছ কাটতে পারে। এই ঘটনা জানতে পেরে রাজা ঐ অঞ্চলে গাছকাটা বন্ধ করার আদেশ দেন। বর্তমানে ঐ ঘটনাকে স্মরণ করে ভারত সরকার বন ও বন্যপ্রাণী সংরক্ষণের কাজে বিশেষ অবদানের জন্য ‘অমৃতাদেবী বিশনই বন্যপ্রাণী সুরক্ষা পুরস্কার' (Amrita Devi Bishnoi wild life Protection Award) প্রদানের ব্যবস্থা করেছেন।