বনভূমির বাস্তুতন্ত্র
অরণ্যের বাস্তুতন্ত্র
অরণ্য সৃষ্টির জন্য উপযুক্ত পরিমাণে বৃষ্টিপাত, তাপমাত্রা, বায়ুপ্রবাহ ও মৃত্তিকার গঠন প্রয়োজন । ভারতের অরণ্য অঞ্চলকে মুখ্যতঃ তিনটি ভাগে ভাগ করা হয়-
(1) চিরহরিৎ সরলবর্গীয় অরণ্য – এই অরণ্যে বাৎসরিক বৃষ্টিপাত 200 সেমির বেশি ।
(2) পর্ণমোচী সরলবর্গীয় অরণ্য – এই অরণ্যে বাৎসরিক বৃষ্টির পরিমাণ 100-200 সেমির মধ্যে ।
(3) শুষ্ক পর্ণমচী অরণ্য – এই অরণ্যে বাৎসরিক বৃষ্টির পরিমাণ 50-100 সেমির মধ্যে ।
অরণ্যের উদ্ভিদ সাম্রাজ্য বা ফ্লোরা বিভিন্ন প্রকারের বৃক্ষ, গুল্ম, বিরুৎ এবং ক্ষুদ্র উদ্ভিদ নিয়ে গঠিত । বৃক্ষরাজির সবচেয়ে উপরের আচ্ছাদন অঞ্চলকে চাঁদোয়া (canopy) বলে । এই অঞ্চল উন্মুক্ত হওয়ায় সূর্যলোক ও মুক্ত বায়ু সবচেয়ে বেশি পরিমাণে পায় । শক্ত গুড়ি বিশিষ্ট বৃক্ষগুলি 3-30 মিটার উঁচু হয়, যে সমস্ত গাছের শাখাপ্রশাখা মাটি থেকেই উৎপন্ন হয় তাদের গুল্ম বলে । এরা উচ্চতায় 3 মিটারের কম । দুর্বল কান্ডযুক্ত বিরুৎ উদ্ভিদগুলির মাটির কাছাকাছি থাকে । ভূমির সঙ্গে থাকে মস, ফর্ণ ও লাইকেন জাতীয় উদ্ভিদ ।
প্রত্যেক অরণ্য বাস্তুতন্ত্রের যেমন নিজস্ব রয়েছে তেমনি প্রাণীকুলও (Fauna) রয়েছে ।
1. অজৈব উপাদান : সূর্যালোক, বায়ুমন্ডলের কার্বন-ডাই-অক্সাইড, অক্সিজেন, নাইট্রোজেন প্রভৃতি গ্যাস, বিভিন্ন খনিজ পদার্থ, জল ও মৃত্তিকা হল অজৈব উপাদান । মৃত্তিকায় বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর মৃত ও গলিত অংশ দেখা যায় । তাকে বেদ (humus) বলে ।
2. উপাদান : অরণ্যের প্রধান উপাদান হল সবুজ ক্লোরোফিলযুক্ত উদ্ভিদরাজি ।
অরণ্যের উৎপাদকরা প্রধানত তিন প্রকারের-
(a) বৃক্ষ-এরা অরণ্যে আচ্ছাদন সৃষ্টি করে ।
(b) গুল্ম-যারা ঝোপঝাড় সৃষ্টি করে এবং যাদের গুড়ি নেই ।
(c) বীরুৎ-লতানে, দুর্বল কান্ডযুক্ত উদ্ভিদসমূহ ।
3. প্রাথমিক খাদক : যে সমস্ত প্রাণী প্রত্যক্ষভাবে খাদ্যের জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল তার হল প্রাথমিক খাদক । যেমন-পিঁপড়ে, মাছি, ফড়িং, পঙ্গোপাল, হাতি, হরিণ, আবার মাটিতে বসবাসকারী কেঁচো, শামুক ইত্যাদি ।
4. গৌণ খাদক -এই সমস্ত প্রাণী প্রাথমিক কাদকের খাদ্য হিসেবে গ্রহণ করে বেঁচে থাকে । যেমন-ব্যাং, গিরগিটি, শেয়াল ইত্যাদি ।
5. সর্বোচ্চ বা প্রগৌণ খাদক - কাদ্যশৃঙ্খলের বা খাদ্যস্তরের সবচেয়ে উপরের স্তরে এই সমস্ত প্রাণীরা থাকে । যেমন-বাঘ, সিংহ প্রভৃতি ।
6. বিয়োজক জীব - ব্যাকটিরিয়া, ছত্রাক প্রভৃতি বিয়োজক হিসাবে কাজ করে । জীবের রেচন পদার্থ, মৃত দেহাবশেষের উপর বিয়োজন ঘটিয়ে এরা জৈব বস্তুকে অজৈব লবণে পরিণত করে । এর ফলে ভূ-জৈব রাসায়নিক চক্র সুষ্ঠুভাবে চলতে পারে । অরণ্যের সমস্ত উপাদানগুলি পরস্পর সম্পর্কযুক্ত ।
উপাদানগুলির সম্পর্ক তথা অরণ্য বাস্তুতন্ত্রের গঠন :
অরণ্যের সবুজ উদ্ভিদরা বাস্তুতন্ত্রের অজীব উপাদানের সাহায্যে খাদ্য তৈরি করে । প্রাথমিক খাদকরা খাদ্যের জন্য প্রত্যক্ষভাবে সবুজ উদ্ভিদের উপর নির্ভর করে ও অন্যান্য খাদকরা পরোক্ষভাবে নিম্নশেণির খাদকদের খাদ্য হিসেবে গ্রহণ করার মাধ্যমে সবুজ উদ্ভিদ থেকে পর্যায়ক্রমে শক্তি সংগ্রহ করে । উৎপাদক ও খাদকদের মৃত্যুর পর বিয়োজক দ্বারা বিয়োজিত হয়ে জৈবযৌগ পুনরায় অজৈব বস্তুতে পরিণত হয় । এইভাবে অরণ্যের বাস্তুতন্ত্রের সমতা বজায় থাকে ।