ধস ব্যবস্থাপনা
ধস ব্যবস্থাপনা (Landslide Management) :
ধস নিয়ন্ত্রণ করার প্রধান উপায়গুলি হল-
(১) যেখানে সেখানে বাড়িঘর, রাস্তাঘাট, সেতু তৈরি না করে নির্মাণ করার আগে ঐ এলাকার মাটি, পাথর ইত্যাদি কতটা চাপ সহ্য করতে পারে, তার ভূ-তাত্ত্বিক পরীক্ষা করা উচিত।
(২) পাহাড়ের ঢালে যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা বন্ধ করা প্রয়োজন।
(৩) জমির ব্যবহার সংক্রান্ত পরিকল্পনা বা ল্যান্ডইউজ প্ল্যানিং করে যেখানে যেমন মাটির চাপ নেওয়ার ক্ষমতা, সেই মত বনভূমি, জনবসতি, রাস্তাঘাট, চা-বাগান গড়ে তোলা দরকার।
(৪) ধস নামলে লোকজনের প্রাণরক্ষা করার জন্য উপযুক্ত পরিকাঠামো যুক্ত নিরাপদ আশ্রয় গড়ে তোলা প্রয়োজন।
(৫) ধসপ্রবণ এলাকায় মাটির মধ্যে যাতে জল না সঞ্চিত হয়ে সহজে বেরিয়ে আসে তার জন্য বিভিন্ন কারিগরি পদ্ধতি অবলম্বন করা দরকার।
(৬) পাহাড়ের দুর্বল ঢাল যাতে ধসে না যায়, সেজন্য বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে কংক্রিট বা পাথরের চাঁই দিয়ে পাঁচিল গেঁথে দেওয়া দরকার।
(৭) পাহাড়ী ঢালে বেআইনি গাছ কাটা বন্ধ করা প্রয়োজন এবং বনসৃজন করা দরকার।
(৮) জনসাধারণকে ধসের বিপদ সম্বন্ধে সজাগ ও সচেতন করা জরুরি।