প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ
প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে ব্যক্তির ভূমিকা (Role of an individual in conservation of natural resources) :
প্রাকৃতিক সম্পদের যথেচ্ছ ব্যবহার, জল, বায়ু, মৃত্তিকা দূষণের কারণে পৃথিবী আজ পরিবেশ সমস্যায় জর্জরিত। বায়ুদূষণের ফলে অম্লবৃষ্টি, ওজোনস্তরের ক্ষয়, ভুবন উয়ায়ন ঘটছে। জল ও মৃত্তিকা দূষণের কারণে বহু মানুষ নানা রোগে আক্রান্ত হচ্ছে। এমতাবস্থায় বুদ্ধিমান জীব হিসেবে মানুষের উচিত ব্যক্তিগতভাবে পরিবেশ সুরক্ষার কাজে অগ্রণী হওয়া। ব্যক্তিস্তরে সচেতন না হলে কোনো আইনই পরিবেশ রক্ষা করতে পারবে না।
(1) আমরা পানীয় জলের ব্যবহার সম্পর্কে সচেতন হতে পারি। অযথা পানীয় জল অপচয় রোধ করতে পারি।
(2) প্লাস্টিকের ব্যবহার বন্ধ করে জীব-বিশ্লেষ্য পদার্থ ব্যবহার করতে পারি।
(3) বিদ্যুৎ খরচ কমানোর জন্য অযথা যাতে 'কোনো বিদ্যুৎ-নির্ভর আলো, পাখা, যন্ত্রপাতি না চলে সেদিকে নজর দেওয়া।
(4) CFL বাল্ব ব্যবহার করলে 60-80% বিদ্যুৎ সাশ্রয় করা যায়। রেগুলেটর যুক্ত পাখার ব্যবহার করা যায় ।
(5) প্রেসার কুকারে রান্না করলে কম খরচে রান্না হয়।
(6) সোলার কুকার ব্যবহার করে সৌরশক্তি ব্যবহার করা যায় ।
(7) জীবাশ্ম জ্বালানি ব্যবহার হ্রাস করে বিকল্প জ্বালানি ব্যবহার করা যায়।
(8) বনসৃজন প্রকল্পে অংশগ্রহণ করে বা ব্যক্তিগত পর্যায়ে গাছ লাগানো যায়। (ix) খাদ্যবস্তুর অপচয় না করে প্রয়োজনমতো ভোগ করা উচিত।
(10) অরণ্যচ্ছেদনের বিরুদ্ধে প্রতিবাদ করা যায়।
(11) বিভিন্ন সময় পথনাটিকা, সেমিনার, প্রচার অভিযানে অংশ নিয়ে জনসচেতনতা গড়ে তোলা সম্ভব।