খাদ্য জাল
খাদ্য জাল (Food web) :
সংজ্ঞা (Definition) : বাস্তুতন্ত্রে বিভিন্ন প্রজাতির দ্বারা গঠিত ও আন্তঃসম্পর্কযুক্ত একাধিক খাদ্যশৃঙ্খল পরস্পর যুক্ত হয়ে জালিকাকার সংগঠন তৈরি করে তাকে কাদ্যজাল বলে ।
উদাহরণ :
(1) কোনো একটি তৃণভূমিতে ঘাসফড়িংকে গিরগিটি ভক্ষণ করে এবং গিরগিটি বাজপাখির দ্বারা ভক্ষিত হয় । আবার ঘাসফড়িংকে বাজপাখি সরাসরি ভক্ষণ করে ।
(2) ঘাস ভক্ষির হয় খরগোসের দ্বারা এবং খুরগোস ভক্ষিত হয় বাজপাখির দ্বারা ।
(3) ইঁদুর তৃণজাতীয় খাদ্য খায় এবং ইঁদুর সাপের দ্বারা ভক্ষিত হয় । আবার বাজপাখি ইঁদুর ও সাপ উভয়কেই ভক্ষণ করে ।
ওপরের খাদ্যশৃঙ্খলগুলির উৎপাদক হল ঘাস বা তৃণ সবং সর্বোচ্চ খাদক হল বাজপাখি । সুতরাং ঘাস বা তৃণ ও বাজপাখি একে অপরের সঙ্গে বিভিন্ন খাদ্যশৃঙ্খলের মাধ্যমে যুক্ত হয়েছে, ফলে একটি খাদ্যজাল গঠিত হয়েছে ।
বাস্তুসংস্থানটি পিরামিড বা ইকোলজিক্যাল পিরামিড (Ecological pyramid) :
বাস্তুতন্ত্রে উৎপাদক এবং বিভিন্ন শ্রেণির খাদককে পর্যায়ক্রমে সাজালে, সজ্জারীতির প্রতিটি স্তরকে পুষ্টিস্তর বা খাদ্যস্তর বা ট্রপিক লেবেল (Trophic level) বলে ।
সংজ্ঞা (Definition) : কোনো বাস্তুতন্ত্রের খাদ্যশৃঙ্খলের কাদ্যস্তরগুলিকে ক্রমপর্যায়ে সাজালে যে পিরামিড গঠিত হয় তাকে ইকোলজিক্যাল পিরামিড বা বাস্তুসংস্থানটি পিরামিড বলে । একে কাদ্য পিরামিডও বলে ।
ইকোলজিক্যাল পিরামিড তিন ভাগে বিভক্ত ।
(1) সংখ্যার পিরামিড (Pyramid of Number)
(2) শক্তির পিরামিড (Pyramid of Energy)
(3) ব্যায়োমাসের পিরামিড (Pyramid of Biomuss)
(1) সংখ্যার পিরামিড : বাস্তুতন্ত্রে যে পিরামিডে পুষ্টিস্তরের সংখ্যাভিত্তিক সম্পর্ক নির্দেশিত হয় তাকে সংখ্যার পিরামিড বলে । এক্ষেত্রে পিরামিডের ভূমিতে অবস্থিত উৎপাদকের সংখ্যা বেশি থাকে কিন্তু পিরামিডের অগ্রে সর্বোচ্চ খাদক সংখ্যা কয় হয় ।
(2) শক্তির পিরামিড : বাস্তুতন্ত্রে যে পিরামিডে প্রতিটি পুষ্টিস্তরে মোট শক্তির পরিমাণ নির্দেশিত হয় তাকে শক্তির পিরামিড বলে । এক্ষেত্রে পিরামিডের ভূমিতে অবস্থিত উৎপাদকের দেহে আবদ্ধ মোট শক্তি সব থেকে বেশি কিন্তু পিরামিডের অগ্রে অবস্থিত জীবের বা সর্বোচ্চ খদকের দেহে মোট শক্তির পরিমাণ সবচেয়ে কম ।
(3) বায়োমাস পিরামিড : বাস্তুতন্ত্রে যে পিরামিডে দ্বারা প্রতিটি পুষ্টিস্তরের মোট ভর নির্দেশিত হয় তাকে বায়োমাস পিরামিড বলে । এই পিরামিডের ভূমিতে উৎপাদকের ভর সব থেকে বেশি কিন্তু পিরামিডের শীর্ষে অবস্থিত খাদকের মোট ভর সব থেকে কম ।