জীববৈচিত্র্যের উষ্ণ অঞ্চল
জীববৈচিত্র্যের উয় অঞ্চল (Hot-spots of Biodiversity) :
- ব্রিটিশ বাস্তুতন্ত্রবিদ নরম্যান মায়ারের মতানুযায়ী পৃথিবীর যে অঞ্চলে জীববৈচিত্র্য প্রচুর মাত্রায় দেখা যায়, স্থানিক প্রজাতির সংখ্যা প্রচুর এবং যেখানকার অনেক প্রজাতি মানুষের বিভিন্ন কার্যকলাপের ফলে বিপন্ন হয়ে পড়েছে তাকে জীববৈচিত্র্যের উষ্ণ অঞ্চল বা Hotspot of Biodiversity বলে ।
- হটস্পট অঞ্চলে কিছু স্থানিক প্রজাতি (endemic species)র উদ্ভিদ ও প্রাণী থাকে যা কেবলমাত্র সেই অঞ্চলের বিশেষত্ব হিসেবে চিহ্নিত। অন্য কোনো অঞ্চলে ঐ প্রজাতি পাওয়া যায় না।
জীববৈচিত্র্যের হট-স্পট
নং | ||
---|---|---|
১ | ট্রপিক্যাল অ্যান্ডিস | |
২ | মেসো আমেরিকা | |
৩ | ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ | |
৪ | ব্রাজিলের আটলান্টিক অরণ্য | |
৫ | চোকো, ডারিয়েন, অয়েস্টার্ন ইকুয়েডর | |
৬ | সেরাডো (ব্রাজিল) | |
৭ | চিলির মধ্যাঞ্চল | |
৮ | ফ্লোরেস্টিক প্রভিন্স (ক্যালিফোর্নিয়া) | |
৯ | মাদাগাস্কার | |
১০ | ইস্টার্ন আর্ক, তানজেনিয়া ও বোলিয়ার উপকূল | |
১১ | পশ্চিম আফ্রিকার অরণ্যভূমি | |
১২ | ক্যাপ ফ্লোরেস্টিক প্রভিন্স | |
১৩ | সুকুলেন্ট কারু | |
১৪ | ভূমধ্যসাগরীয় বেসিন | |
১৫ | ককেসাস | |
১৬ | সুন্দল্যান্ড | |
১৭ | ওয়ালেশিয়া | |
১৮ | ফিলিপাইন্স | |
১৯ | ইন্দো-বার্মা (অরুণাচল, আসাম, আন্দামান) | |
২০ | পূর্ব-হিমালয় (ভূটান, নেপালসহ) | |
২১ | পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা | |
২২ | দক্ষিণপশ্চিম অস্ট্রেলিয়া | |
২৩ | নিউজিল্যান্ড | |
২৪ | দক্ষিণমধ্য চীন | |
২৫ | পলিনেশিয়া, নাইক্রোনেশিয়া | |
২৬ | সুন্দাল্যান্ড |
ভারতের চারটি হট স্পট
- ১. ইন্দো-বার্মা অঞ্চল
- ২. পূর্বহিমালয় অঞ্চল
- ৩. পশ্চিমঘাট অঞ্চল
- ৪. সুন্দাল্যান্ড
১. ইন্দো-বার্মা অঞ্চল :
- উত্তর-পূর্ব ভারতের অরুনাচলপ্রদেশ, আসাম ও আন্দামান দ্বীপপুঞ্জ নিয়ে এই অঞ্চলটি গঠিত।
- ম্যাকাকা বানর (Macaca munzala), বুফয়ডেস মেঘালায়ানাস (Bufoides meghalayanks) জাতীয় ব্যাঙ, সোয়াসিয়ান রকরাট প্রভৃতি উল্লেখযোগ্য প্রাণী এবং আন্দামান শ্রু, নিকোবরের শ্রু, আন্দামানটিশ, আসামের বাম্বু প্যাট্রিজ প্রভৃতি বিপন্ন প্রাণী এই অঞ্চলে উল্লেখযোগ্য।
২. পূর্বহিমালয় অঞ্চল :
- উত্তর-পূর্ব ভারত, ভূটানের অংশ, নেপালের অংশ নিয়ে এই অঞ্চলটি গঠিত। বহু বিপন্ন প্রজাতির আবাসস্থল এই উষ্ণ অঞ্চল।
- বিখ্যাত একশৃঙ্গ গন্ডার (Rhinoceros unicornis), বন্যমহিষ (Bubalus bubalis), ভারতীয় স্যালাম্যান্ডার (Tylototriton verrucosus), স্নোলেপার্ড (Uncia uncia) প্রভৃতি প্রজাতি উল্লেখযোগ্য। এখানে 36টি উদ্ভিদ প্রজাতি, 45টি স্তন্যপায়ী, 50টি পক্ষীশ্রেণি, 17টি সরীসৃপ, 12টি উভচর ও 3টি অমেরুদণ্ডী প্রাণী প্রজাতি উল্লেখযোগ্য। সারা বিশ্বের 163টি বিপন্ন প্রজাতির উদ্ভিদ ও প্রাণী এই অঞ্চলে রয়েছে।
৩. পশ্চিমঘাট অঞ্চল :
- 1600 কিমি দীর্ঘ পশ্চিমঘাট অঞ্চলটি ভারতের পশ্চিম উপকূলের পশ্চিমঘাট পর্বতের বৃষ্টি অরণ্যের অন্তর্ভুক্ত। আরবসাগর কাছে থাকায় এখানে প্রচুর বৃষ্টিপাত হওয়ায় আর্দ্র পর্ণমোচী ও বৃষ্টি অরণ্যের সৃষ্টি হয়েছে। এই অঞ্চলের প্রচুর স্থানিক প্রজাতি ( endemic species) রয়েছে যেগুলো বিশ্বের কোথাও দেখা যায় না। এদের মধ্যে 77% উভচর এবং 62% সরীসৃপ প্রাণী উল্লেখযোগ্য স্থানিক প্রজাতিরূপে চিহ্নিত হয়েছে। মালাবার উপকূলবর্তী পশ্চিমঘাট অঞ্চলটি জীববৈচিত্র্যের সবচেয়ে সমৃদ্ধ। IUCN দ্বারা চিহ্নিত পাঁচটি বিপদসঙ্কুল জীববৈচিত্র্যের অঞ্চলের মধ্যে তিনটি হল পেরিয়ারের অগস্তমালাই পার্বত্য অরণ্যভূমি, কেরালার পালঘাটের কুন্তী নদীর তীরবর্তী সাইল্যান্ট ভ্যালি (নিস্তব্ধ উপত্যকা) এবং পেরিয়ারের জাতীয় উদ্যান (National forest)।
- সিংহলেজী বানর (Macaca silenus), মালাবার সিভেট (Viverra civetting), নীলগিরির লিফ বানর (Presbytis johni), নীলগিরির তর (Hemitragus hylocrius) প্রভৃতি বিপন্ন প্রাণীর আবাসস্থল হল এই উয় অঞ্চল।
৪. সুন্দাল্যান্ড :
- আন্দামান-নিকোবর, সুমাত্রা, জাভা বর্নিও দ্বীপ অঞ্চল সুন্দাল্যান্ড নামে পরিচিত।
- র্যাফ্লেসিয়া, রোডোডেনড্রম, কলসপত্রী উদ্ভিদ এবং লেঙ্গুর, ওরাং ওটাং, বানর, শিম্পাঞ্জি, বাঘ, হাতি, গণ্ডার প্রভৃতি প্রাণী এই অঞ্চলে দেখা যায়।