বাস্তুতন্ত্রে শক্তিপ্রবাহ
বাস্তুতন্ত্রে শক্তিপ্রবাহ (Energy flow in Eco-system) :
শক্তিপ্রবাহ (Energyflow) :
সংজ্ঞা (Definition) : বাস্তুতন্ত্রে উৎপাদক দ্বারা সংগৃহীত ও রূপান্তরিত সৌরশক্তি যে পদ্ধতিতে বিভিন্ন পুষ্টিস্তরে ( উৎপাদক থেকে প্রগৌণ খাদকের মধ্যে) স্থানান্তরিএ হয় তাকে শক্তিপ্রবাহ বলে ।
বাস্তুতন্ত্রে শক্তিপ্রবাহ তিনটি পর্যায়ে ঘটে ।(1) শক্তির অর্জন : বাস্তুতন্ত্রে উৎপাদকের দ্বারা উৎপাদিত খাদ্যের মধ্যে সৌরশক্তি, স্থৈতিক শক্তিরূপে আবদ্ধ থাকে বা উৎপাদক শক্তি অর্জন করে । সেই শক্তির কিছু উৎপাদক নিজের জন্য ব্যবহার করে ।
(2) শক্তির ব্যবহার : প্রথম শ্রেণির খাদক উৎপাদককে, গৌণ খাদক প্রথম শ্রেণির খাদককে এবং প্রগৌণ খাদক গৌণ খাদককে খাদ্য হিসেবে গ্রহণ করে এবং শক্তি সংগ্রহ করে । সংগৃহীত শক্তির কিছু অংশ প্রতিটি স্তরের খাদক তাদের বিপাকীয় কাজের জন্য ব্যবহার করে অর্থাৎ এদের মধ্যে শক্তির ব্যবহার ঘটে ।
(3) শক্তির স্থানান্তরণ : আবার উৎপাদকের দেহে আবদ্ধ সৌরশক্তি পর্যায়ক্রমে প্রাথমিক, গৌণ ও প্রগৌণ খাদকের মধ্যে সঞ্চারিত হয় অর্থাৎ অর্থাৎ উৎপাদক থেকে ক্রমপর্যায়ে প্রগৌণ খাদকের মধ্যে শক্তির স্থানান্তরণ ঘটে ।
শক্তি শক্তি শক্তি সৌরশক্তি → উৎপাদক → ঘাসফড়িং → গিরগিটি → বাজপাখি (সবুজ উদ্ভিদ) (প্রাথমিক খাদক) (গৌণ খাদক) (প্রগৌণ খাদক)বাস্তুতন্ত্রে শক্তিপ্রবাহের বৈশিষ্ট্য বা প্রকৃতি :
(1) শক্তিপ্রবাহের চক্রাকার আবর্তন ঘটে না ।
(2) বাস্তুতন্ত্রে শক্তিপ্রবাহ একমুখী ।
(3) বাস্তুতন্ত্রে সমস্ত্র শক্তির মূল উৎস হল সৌরসক্তি ।
(4) বাস্তুতন্ত্রে শক্তির রূপান্তর ঘটে এবং রূপেন্তরের সময় কিছু শক্তি অপচয় হয় ।
(5) বাস্তুতন্ত্রে প্রথমিক থেকে সর্বোচ্চ শ্রেণির খাদক প্রর্যন্ত খাদকরা খাদ্যের মাদ্যমে যে পরিমাণ শক্তি সংগ্রহ করে তার মাত্রা 10 শতাংশ তার দেহে গঠনে লাগে । একে 10 শতাংসের সূত্র বলা হয় । বিজ্ঞানী লিন্ডেম্যান Lindeman, 1942) এই মতবাদ প্রচার করেন ।