বাস্তুতান্ত্রিক উত্তরাধিকার
বস্তুতান্ত্রিক উত্তরাধিকার (Ecological Succession) :
যে কোনো অঞ্চলের পরিবেশ ও পুষ্টিস্তর অনুযায়ী একটি নির্দিষ্ট সময়ে কোনো একটি প্রজাতির জীবের বংশবৃদ্ধির হার অত্যন্ত বেশি হয় । তখন তাকে ঐ অঞ্চলের প্রধান প্রজাতি বলা হয় । কিন্তু কোনো কারণে পরিবেশের পরিবর্তন ঘটলে এবং পুষ্টি উপাদানের পরিবর্তন ঘটলে ঐস্থানের পুরনো প্রজাতির সংখ্যা হ্রাস পেতে থাকে এবং নূতন কোনো প্রজাতির প্রাধান্য প্রতিষ্ঠিত হয় । প্রজাতিগত এই পরিবর্তনকে বস্তুতান্ত্রিক উত্তরাধিকার (Ecological Succession) বলে ।
সংজ্ঞা : কোনো বাস্তুতন্ত্রের নির্দিষ্ট সময় অন্তর পরিবেশগত উপাদানের পরিবর্তনের কারণে ভিন্ন ভিন্ন প্রজাতির উদ্ভিদ ও প্রাণী ক্রমান্বয়ে পরিবর্তিত হয় এবং অবশেষে কোনো একটি নির্দিষ্ট প্রজাতির প্রাধান্য প্রতিষ্ঠিত হয় । এই ঘটনাকে বাস্তুতান্ত্রিক উত্তরাধিকার বলে ।
একটি বাস্তুতন্ত্রের প্রথম প্রজাতি প্রতিষ্ঠিত হয় তাকে পাইওনিয়ার বা প্রাইমারি কম্যুনিটি (Pioneer or Primary Community) বলে এবং সর্বশেষে যে প্রজাতি প্রতিষ্ঠা লাভ করে তাকে ক্লাইমেক্স মম্যুনিটি (Climax Community) বলে । বিভিন্ন ধাপে বা সময়ে যে সব প্রজাতি আসে তাদের সিরাল কম্যুনিটি (Seral Community) এবং ধাপগুলিকে সিরি (Sere) বলে । যে কোনো বাস্তুতন্ত্রের পরিবেশ যে কোনো কারণে হঠাৎ পরিবর্তিত হলে Ecological Succession) বেশি লক্ষ্য করা যায় ।
(A) প্রাইমারি সাকসেশান (Primary succession) : ফাঁকা-জীবহীন অঞ্চলে যখন সাকসেশান আরম্ভ হয় (নতুন দীপ, বালিয়াড়ি বা পার্বত্য অঞ্চল) তখন তাকে প্রাথমিক সাকসেশান বলে । (B) গৌণ সাকসেশান (Secondary succession) : বাস্তুতন্ত্রে কোনো প্রজাতি রয়েছে এরূপ অবস্থায় নূতন কোনো প্রজাতির প্রতিষ্ঠা ঘটলে তাকে গৌণ সাকসেশান বলে । উদাঃ কৃষিজমিতে ফসল কেটে নেওয়ার ফলে কোনো প্রজাতির প্রাধান্য হ্রাস ঘটল এবং অন্য কোনো প্রজাতির প্রতিষ্ঠা হল । ফাঁকা জীবমুক্ত এলাকার প্রকৃতির উপর নির্ভর করে বিভিন্ন প্রকার সাকসেশন হয় । (1) হ্রাইড্রোসিরি (Hydrosere) : জলজ বাস্তুতন্ত্রের সাকসেশানকে হাইড্রোসিরি বলে । (2) জেরোসিরি (Xerosere) : মরুভূমি অঞ্চলের সাকসেশনকে জেরোসিরি বলে । (3) লিথোসিরি (Lithosere) : পাথরযুক্ত অঞ্চলের সাকসেশনকে লিথোসিরি বলে । (4) সামোসিরি (Psamosere) : বালুকাময় অঞ্চলের সাকসেশানকে সামোসিরি বলে । (5) হ্যালোসিরি (Halosere) : লবণাক্ত অঞ্চলের সাকসেশানকে হ্যালোসিরি বলে ।