মানবাধিকার
1215 সালে ম্যাগনাকার্টায় মানবাধিকার বিষয়গুলি প্রথম উল্লেখিত হয় এবং এরপর 1688 খ্রীস্টাব্দে ইউনাইটেড কিংডমে (U.K.) “বিল অফ রাইটস্” নামে অন্তর্ভুক্ত হয়।
মানুষের মৌলিক অধিকারগুলি লিপিবদ্ধ ও স্বীকৃত হয় 1948 সালের 10ই ডিসেম্বর। ভারতীয় সংবিধানের Part- 3 এবং Part (4)-তে মানবাধিকার বিষয়গুলি অন্তর্ভুক্ত হয়েছে। রাষ্ট্রসংঘ 1976 সালে ‘Universal Declaration of Human Rights' (মানবাধিকার সম্পর্কিত সার্বজনীন ঘোষণা) কার্যকর করে যার মধ্যে প্রত্যেক মানুষের অর্থনৈতিক সমান অধিকারের কথা বলা হয়।
প্রত্যেকটি মানুষের স্বাধীনভাবে ও সুষ্ঠুভাবে বাঁচার অধিকার জন্মগত। তাই জনকল্যাণ বা মানব কল্যাণ করাই হল মানব অধিকার রক্ষার মূল উদ্দেশ্য। সম্মিলিত জাতিপুঞ্জ মানব অধিকার সংরক্ষণের জন্য দৃঢ়প্রতিজ্ঞ। রাষ্ট্রসংঘের ঘোষণায় সারা বিশ্বের প্রত্যেকটি মানুষের সুস্থ স্বাভাবিক ও শোষণহীন জীবনের আশ্বাস দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে, প্রতিটি মানুষেরই অধিকার রয়েছে দূষণমুক্ত বায়ু, মাটি ও জল পাওয়ার। রাষ্ট্রসংঘের ধারা ২, ৩, ৭, ১১ এবং ১২-তে বিভিন্ন বিষয়গুলি নির্দিষ্টভাবে বলা আছে। বর্তমানে দূষক উৎপাদনকারী শিল্প কারখানা স্থাপনের অনুমতি প্রত্যাহার আংশিকভাবে আরম্ভ হয়েছে। পরিবেশ সংরক্ষণের জন্য নানাবিধ দূষণ আইন প্রণীত হয়েছে। এছাড়া পরিবেশের উন্নতি করতে হবে যাতে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের নাগরিকদের সর্বোচ্চ শারীরিক ও মানসিক উন্নতি সম্ভব হয়। এ বিষয়ে সন্ধিপত্রে স্বাক্ষরকারী দেশগুলিকে সচেষ্ট হতে হবে।
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা শহরে 1993 সালের জুন মাসে 17টি দেশের প্রতিনিধিদের নিয়ে মানবাধিকার সংক্রান্ত আন্তর্জাতিক সমস্যা বিষয়ে আলোচনা হয় যেখানে ‘পরিবেশের সঙ্গে মানবাধিকারের সম্পর্ক বিষয়ে আলোচনা হয়। পরিবেশের সঙ্গে প্রতিটি মানুষের শারীরিক, মানসিক, সামাজিক ও সাংস্কৃতিক স্বাস্থ্য জড়িত। প্রতিটি মানুষের এগুলি পাওয়ার অধিকার রয়েছে। অধিকার ব্যতিরেকে নাগরিকত্ব মূল্যহীন। এই অধিকার লঙ্ঘিত হলে আদালতের দারস্থ হওয়া যায়। ভারতের সংবিধানের তৃতীয় ভাগে মৌলিক অধিকার (Fundamental Rights), চতুর্থ ভাগে নির্দেশমূলক নীতি (Directive Principles) এবং চতুর্থ ভাগের ‘A’ অংশে মৌলিক কৰ্তব্য (Fundamental Duties) রয়েছে। মৌলিক কর্তব্যে প্রতিটি মানুষের পরিবেশ রক্ষার দায়িত্ব ও কর্তব্যের কথা বলা হয়েছে। নির্দেশমূলক নীতিতে বন, বন্যজীব সংরক্ষণ, বননীতি, পরিবেশ নীতি বিষয়ে উল্লেখ রয়েছে।
মৌলিক অধিকারগুলি হল—
(1) সাম্যের অধিকার,
(2) স্বাধীন জীবনযাপনের অধিকার,
(3) শোষণের বিরুদ্ধে সোচ্চার হওয়ার অধিকার,
(4) যে-কোনো ধর্ম অবলম্বন করার অধিকার,
(5) সংস্কৃতি ও শিক্ষার অধিকার,
(6) অধিকার ভঙ্গ হলে প্রতিকার পাওয়ার অধিকার।
প্রাকৃতিক পরিবেশ ইচ্ছাকৃত দূষণ মৌলিক অধিকার লঙ্ঘনেরই চেষ্টা। উন্নয়নের স্বার্থে কিছু মৌলিক অধিকার লঙ্ঘিত হয়। তবে কোটি উন্নয়নের স্বার্থে এবং কোটি তার পরিপন্থী সে বিষয়ে জনগণকে সচেতন হতে হবে। ভারতীয় সংবিধান অনুযায়ী মানবাধিকারের বিষয়গুলি সম্পর্কে ভারতবাসীদের সচেতনতাও জরুরি।