পরিবেশ রক্ষায় সংস্কৃতি
ভারতের বিভিন্ন অঞ্চলে স্থানীয় অধিবাসীদের বিশ্বাস ও সংস্কৃতি প্রকৃতি ও তার সম্পদকে রক্ষা করতে সাহায্য করে ।
পবিত্র জলাশয়, পবিত্র বনভূমি, পবিত্র বৃক্ষ ইত্যাদি নামে বহু জীববৈচিত্র্য সুরক্ষিত থাকে। বনবিবির জঙ্গল, পীরসাহেবের মার্জার ইত্যাদি নামে অনেক বনাঞ্চল সুরক্ষিত থাকে। কারণ ঐ সমস্ত অঞ্চলের গাছকাটা, বন্যপ্রাণী নিধন, জলাশয়ের মাছ ধরা নিষিদ্ধ। নিয়মের ব্যতিক্রম হলে ক্ষতি হতে পারে এই বিশ্বাসে এলাকার জীববৈচিত্র্য সুরক্ষিত থাকে।
কুমায়ুন অঞ্চলের বনভূমি, মেঘালয়ের খাসিয়া ও জয়ন্তীয়া পাহাড়িয়া বনাঞ্চলের বনভূমি মানুষের বিশ্বাস ও সংস্কৃতির কারণে পবিত্রভূমি হিসেবে চিহ্নিত। এই অঞ্চলে বৃক্ষচ্ছেদন পাপ হিসেবে গণ্য হয়। এর ফলে স্থানীয় প্রজাতির জীব এখানে নির্বিঘ্নে বংশবিস্তার করে। বর্ষার কারণে রাজস্থানের বিশনই জাতির মানুষ খেজরী শামীবৃক্ষ (Prosopis cineraria) এবং Black Buck (Antilope cervicapra) নামক হরিণকে রক্ষা করে। কতকগুলি জলাশয়ের [যেমন—ছালেক, খেচিওপালরি (Khecheopalri) (সিকিম)]। উদ্ভিদ ও প্রাণী পবিত্রতার ও ধর্মীয় কারণে সুরক্ষিত থাকে।