যৌথ বন ব্যবস্থাপনা
যৌথ বন ব্যবস্থাপনা (Joint Forest Management বা JFM)
- বনবিভাগ ও পঞ্চায়েতের সক্রিয় সহযোগিতায় স্থানীয় অধিবাসীদের বনাঞ্চলের অধিকার, কর্মসংস্থান, কম দামে জ্বালানি ও বনজসম্পদ দানের বিনিময়ে যৌথভাবে স্থানীয় অরণ্য সংরক্ষণ পদ্ধতি হল যৌথ অরণ্য সংরক্ষণ ব্যবস্থা বা যৌথ বন ব্যবস্থাপনা ৷
- 1971-72 সালে পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার আরাবাড়ি বনাঞ্চলে এই প্রকল্প চালু করে 1270 হেক্টর শালবনকে রক্ষা করা সম্ভব হয়। 1972 সালে আরাবাড়ি বনব্যবস্থাপনা প্রকল্প ইন্দিরা বৃক্ষমিত্র' পুরস্কার লাভ করে।