তৃণভূমির বাস্তুতন্ত্র
তৃণভূমির বাস্তুতন্ত্র (Grassland Ecosystem) ঃ
কম বৃষ্টিপাত (100 সেমির মধ্যে) যুক্ত অঞ্চলে তৃণভূমি দেখা যায় । পৃথিবীর স্থলভাগের 19% হল তৃণভূমি । আর্জেন্টিনা, ব্রাজিল, কানাডা, দক্ষিণ ও মধ্য এশিয়া এবং আমেরিকাতে তৃণভূমি অঞ্চল রয়েছে ।
তৃণভূমি বাস্তুতন্ত্রের জড় উপাদান (abiotic components) গুলি হল-সূর্যালোক, জল, বায়ু এবং মৃত্তিকাস্থিত খনিজ উত্তোলন,
তৃণভূমিতে উৎপাদক (Processor) হল বিভিন্ন প্রকারের ঘাস । এছাড়া কিছু কিছু ছোটো ছোটো ঝোপঝাড়, আগাছা দেখা যায় । মাঝে মাঝে দু-একটি বৃক্ষ থাকে ।
প্রাথমিক খাদক (Primary Consumer) : গোরু, মোষ, ভেড়া, খরগোশ, হরিণ, কীটপতঙ্গ হল প্রাথমিক খাদক । এরা তৃণভূমির উদ্ভিদের উপর নির্ভরশীল ।
গৌণ খাদক (Secondary Consumer) : তৃণভূমির গৌণ খাদক হল শেয়াল, সাপ, গিরগিটি ইত্যাদি।
প্রগৌণ খাদক বা সর্বোচ্চ শ্রেণির খাদক (Tertiary Consumer) : বাজপাখি, নেকড়ে হল সর্বোচ্চ খাদক ।
বিয়োজক (Decomposer) : ছত্রাক, ব্যাকটিরিয়া প্রভৃতি বিয়োজক মৃতজীবদেহকে বিয়োজিত করে বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখে ।