পরিবেশবিদ্যা
পরিবেশ শিক্ষা একটি বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান বিষয়ক শিক্ষা । পরিবেশবিদ্যা এখন দর্শক আইন বহুবিষয়ক বিজ্ঞানরূপে প্রমাণিত । এর সমাজবিজ্ঞান ভৌতবিজ্ঞান তাত্ত্বিক (Theoritical) ও প্রায়োগিক গণিত জীবনবিজ্ঞান (practical) দুটি দিক রয়েছে । মানুষের কম্পিউটার কৃষিবিজ্ঞান অবৈজ্ঞানিক কার্যকলাপ পরিবেশকে ভূবিজ্ঞান রসায়ন কীভাবে ভয়ঙ্কর অবস্থার সম্মুখিন করেছে তা যেমন পরিবেশবিদ্যা তাত্ত্বিক অংশ থেকে জানতে পারা যায়, তেমনি practical-এর মাধ্যমে বিভিন্ন দূষণ সম্পর্কে তথ্য সংগ্রহ করা সম্ভব এবং সমস্যার সম্ভাব্য সমাধান সম্পর্কে সদ্ধান্ত গ্রহণ সম্ভব । সংজ্ঞা ঃ যে বিজ্ঞান বিষয়ক শাখার পরিবেশের বিভিন্ন উপাদানের পারস্পরিক সম্পর্ক, বাস্তুতন্ত্রের উপর উপাদানগত পরিবর্তের প্রভাব, জৈব বৈচিত্র্য রক্ষার প্রতিবন্ধকতা, বিভিন্ন পরিবেশগত সমস্যা ও সমাধানের বিষয় আলোচিত হয় তাকে পরিবেশবিদ্যা বলা হয় ।