সম্পদ
সম্পদের সংজ্ঞা :
মানবসমাজের চাহিদা পূরণে সক্ষম এরূপ পরিবেশের উপাদানকে সম্পদ বলে । জিমারম্যানের মতে, সম্পদ বলতে কোনো পদার্থকে বোঝায় না মানুষের ব্যক্তিগত অথবা সামাজিক অভাব বা চাহিদা পূরণের উদ্দেশ্যে কোনো পদার্থ যে কাজ করতে পারে সেই কাজকেই সম্পদ বলে । সম্পদ হচ্ছে মানুষের অভাব মোচনের উপযোগী বস্তু ।