হ্রদের বাস্তুতন্ত্র
হ্রদের বাস্তুতন্ত্র (Lake Ecosystem) :
হ্রদের আকার (আয়তনে বৃহৎ হ্রদ সুপিরিয়র 31,000 বর্গমিটার) ও গভীরতা (গভীরতম হ্রদ হল বৈকাল 17,000 মিটার) বিভিন্ন হয় ।
(1) স্থলভাগবেষ্টিত হ্রদ হল এক বিরাট জলাশয়, যেখানে জলের গভীরতা 6 মিটারের বেশি থাকে ।
(2) হ্রদের গভীরতা অনুযায়ী সূর্যালোকের প্রবেশ্যতা ভিন্ন ভিন্ন হয়-
(a) লিট্রোরাল অঞ্চল : হ্রদের পাড়ের দিকের অঞ্চল যেখানে সূর্যালোক হ্রদের তলদেশকে স্পর্শ করে ।
(b) লিমনেটুক অঞ্চল : এই স্থানের গভীরতা তুলনামূলকভাবে বেশি হওয়ায় কমপেনশেসন অঞ্চল পর্যন্ত সূর্যালোক পৌঁছায় ।
(c) কমপেনশেসন অঞ্চল : এখানে উৎপাদক শ্রেণির সালোকসংশ্লেষ ও শ্বসনের হার সমান হয় । তাই একে কমপেনশেসন (ক্ষয়পূরণ) অঞ্চল বলে ।
(3) হ্রদের মধ্যে ইউট্রফিক জাতীয় হ্রদে (যেখানে গভীরতা কম এবং জৈবপদার্থ, জৈবকণা এবং জৈববৈচিত্র্য প্রচুর থাকে) সবচেয়ে বেশি জীবের উপস্থিতি দেখা যায় ।
যে সমস্ত হ্রদে হিউমাস প্রচুর থাকে এবং ইউট্রিফিকেশন ঘটে সেখানে B.O.D বেশি হওয়ায় জীবের উপস্থিতি কম হয় । এরকম হ্রদকে ডিসট্রফিক হ্রদ বলে ।
গভীরতা বেশি হওয়ার কারণে pH কম হয়, সূর্যালোক প্রবেশ করতে পারে না, স্বচ্ছ প্রকৃতির গভীর হ্রদে জীবের উপস্থিতি কম হয় । এদের অলিগোট্রফিক হ্রদ বলে ।
বিভিন্ন প্রকার হ্রদের বিভিন্ন স্তরে নানাপ্রকার উৎপাদক, খাদক থাকে ।
উৎপাদক : ভাসমান ও শেকড়যুক্ত উদ্ভিদ প্রজাতি ।
খাদক : কীটপতঙ্গের লার্ভা, ছোটো মাছ, ঝিনুক, শামুক, প্রাথমিক শ্রেণির খাদক । হ্রদের ছোটো ছোটো পাখি গৌণ শ্রেণির খাদক । বড়োমাছ এখানে সর্বোচ্চ শ্রেণির খাদক হিসেবে কাজ করে ।
বিয়োজক : ব্যাকটিরিয়া, ছত্রাক বিয়োজকের ভূমিকা গ্রহণ করে ।