পরিবেশবিদ্যার পরিধি
বর্তমানে পরিবেশ বিষয়ক বহু আইন প্রচলিত থাকার এবং অর্থনৈতিক ও সামাজিক নানা বিষয় সংযুক্ত হওয়ায় পরিবেশবিদ্যা পরিধি বিস্তৃত হয়েছে ।
বিজ্ঞানের নান শাখা (ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, কৃষিবিজ্ঞান, রসায়নশিল্প, কম্প্যুটার, গণিত) যেমন পরিবেশবিদ্যা সঙ্গে সম্পর্কিত তেমনি সমাজবিজ্ঞান, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, আইন প্রভৃতি শাখাও এই শাখার সঙ্গে কোনো না কোনোভাবে সম্পর্কিত ।