পরিবার পরিকল্পনা
পরিবার কল্যাণমূলক প্রকল্প :
1. জনসংখ্যা নিয়ন্ত্রণ পদ্ধতি :
পরিবার পরিকল্পনার সাহায্যে জন্মহার হ্রাস করা হল জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণের প্রধান উপায়। ভারতের জাতীয় জনসংখ্যা নীতি (National Population Policy) গ্রহণ করা হয়েছে।
নিম্নলিখিত পদ্ধতিগুলি সরকার স্বীকৃত পদ্ধতি।
(i) পিতামাতার যৌন শিক্ষার ব্যবস্থা গ্রহণ এবং বিবাহ আইন প্রণয়নের ব্যবস্থা করা হয়েছে। 18 বছরের কম বয়সী মেয়ে এবং 21 বছরের কম বয়সী ছেলের বিবাহ নিষিদ্ধ।
(ii) পরিবার পরিকল্পনা গ্রহণের মাধ্যমে গর্ভনিরোধক নানা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
(a) রবার নির্মিত গর্ভনিরোধক : পুরুষদের Condom এবং মেয়েদের Diaphragm ব্যবহারের ফলে যোনির মধ্যে বীর্যপাত হতে পারে না। এর ফলে গর্ভ সঞ্চার হয় না।
(b) গর্ভনিরোধক বড়ি (Contraceptive pills) : ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন নামক হরমোন দিয়ে তৈরি বড়ি ব্যবহারের ফলে 100% সাফল্য লাভ সম্ভব। মেয়েরা ঋতুকালীন সময় এড়িয়ে এই বড়ি গ্রহণ করে।
(c) শুক্রাণুনাশক পদার্থ (Spermicide) : নানা প্রকার শুক্রাণুনাশক পদার্থ জেল্লু, ক্রীম, কোশরূপে পাওয়া যায়। যৌন মিলনের পূর্বে যোন্ত্বর মধ্যে এগুলি প্রবেশ করালে গর্ভ নিরোধক করা সম্ভব।
(d) অন্তঃ জরায়ুজ নিরোধক ব্যবস্থা : ধাতু বা প্লাস্টিক নির্মিত লুপ, বলয়, S আকৃতির নিরোধক ব্যবস্থা জরায়ুর মধ্যে স্থাপন করে গর্ভনিরোধক করা সম্ভব।
(e) বন্ধাত্বকরণ : পুরুষদের ক্ষেত্রে ভ্যাসেকটমি (Vasectomy) পদ্ধতিতে শুক্রাণুবহনকারী নালি ভাসডিফারেন্স কেটে এবং মেয়েদের ক্ষেত্রে টিউবেকটমি বা লাইগেসন (Tubectomy of Ligation) পদ্ধতিতে ক্যালোলিয়ন নালী কেটে ডিম্বাণুর আগমন পথ বন্ধ করে জন্ম নিয়ন্ত্রণ করা সম্ভব।
2. জীবনযাত্রার মানের উন্নতি :
- (1) কৃষিকার্যে আধুনিক প্রযুক্তির প্রয়োগ,
- (2) নারীশিক্ষা ও নারীবিকাশ ঘটানো,
- (3) স্যানিটেশন ও নিকাশি ব্যবস্থার উন্নতি,
- (4) হর্টিকালচার, মৎস্য চাষ, পোলট্রি ইত্যাদির উন্নতিসাধন,
- (5) অপ্রচলিত শক্তি উৎপাদন,
- (6) জৈবসার ও জৈবকীটনাশক ব্যবহার,
- (7) স্বাস্থ্য, শিক্ষা ও পরিবহন ব্যবস্থার উন্নতি,
- (8) দূষণ রোধ,
- (9) দারিদ্র্য দূরীকরণ প্রভৃতি কর্মসূচীর মাধ্যমে পরিবার কল্যাণ সম্ভব।