পুকুরের বাস্তুতন্ত্র
পুকুরের বাস্তুতন্ত্র :
এই বাস্তুতন্ত্রের কোনো একটি জীবগোষ্ঠী নষ্ট হলে তার প্রভাব বাস্তুতন্ত্রের অন্যান্য জীবগোষ্ঠীর সঙ্গে সঙ্গে মানুষের উপরেও পড়বে ।
পুকুরের বাস্তুতন্ত্র বিশ্লেষণ করেলে যে খাদ্যশৃঙ্খল পাওয়া যায়, সেটি হল-
উৎপাদক (সবুজ উদ্ভিদ) "
প্রাথমিক খাদক (কীটপতঙ্গ) "
গৌণ খাদক (ছোটো মাছ, ব্যাং) "
প্রগৌণ খাদক (সাপ, বড়ো মাছ) "
সর্বোচ্চ শ্রেণির খাদক (পাখি, মানুষ) ।
এছাড়া সবরকমের জীবের রেচন, বর্জ্য পদার্থ ও মৃতদেহের উপর ব্যাক্টেরিয়া পচন ঘটায় । এদের বিয়োজক বলে ।
পুকুরের বাস্তুতন্ত্রে জীবগুলীকে নিয়ে বিশ্লেষণ করলে দেখা যায় যে শ্যাওলা, পাতাঝাঁঝি প্রভৃতি উদ্ভিদগুলি উৎপাদক শ্রেণির জীব । এরা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করে । জলজ পোকামাকড় এদের উপর নির্ভর করে বেঁচে থাকে । পুরুষ মশা উদ্ভিদের রস চুষে খায় । আবার ছোটো ছোটো মাছ, শ্যাওলা, মশার লার্ভা খায় । বড়ো মাছ ছোটো মাছকে খায়, শ্যাওলা, মশাও খায় । মাছরাঙ্গা, বক এরা মাছ খেয়ে থাকে । মশার লার্ভা, পোকামাকড় ব্যাং খায় । আবার সাপ ব্যাং খায় এবং মানুষ মাছকে খাদ্য হিসাবে গ্রহণ করে । সুতরাং দেখা যাচ্ছে পুকুরের বাস্তুতন্ত্রে বিভিন্ন স্তরের জীব পরস্পরের অপর নির্ভরশীল । এদের সঙ্গে কাদ্যশৃঙ্খলে মানুষও জড়িত ।