বিরল , বিপন্ন ও বিলুপ্ত প্রাণী
বিরল, বিপদগ্রস্ত (বিপন্ন) ও বিলুপ্ত প্রাণী
- যে ছোটো গোষ্ঠীভুক্ত জীব ভৌগোলিকভাবে ক্ষুদ্র অঞ্চলে বিক্ষিপ্তভাবে বসবাস করে এবং যাদের বর্তমানে অবলুপ্তির সম্ভাবনা না থাকলেও সংখ্যায় বিরল রূপে চিহ্নিত তাদের বিরল প্রাণী বলে। যেমন—সোনালী বিড়াল।
- যে সকল প্রাণীদের সংখ্যা আশঙ্কাজনকভাবে হ্রাস হয়েছে কিংবা হ্রাসপ্রাপ্ত সংখ্যা পূরণ হওয়ার সম্ভাবনা কম তাদের বিপদগ্রস্ত (Vulnarable) বা বিপন্ন প্রাণী বলে। যেমন—চিংকারা, রয়েল বেঙ্গল টাইগার।
- যে সমস্ত প্রাণীদের দীর্ঘসময় তাদের বাসস্থানে বা সম্ভাব্য বাসস্থানে খুঁজে পাওয়া যায় না তাদের বিলুপ্ত প্রাণী বলে। যেমন—পাহাড়ি বটের, ডোডো।
কয়েকটি বিলুপ্ত প্রাণী :
1. ডোডো (Dodo) : মরিশাস দ্বীপে এদের বাসস্থান ছিল।
2. পর্যটক পায়রা (Passenger Pigeon) : উত্তর আমেরিকার পূর্বাঞ্চলে থাকত।
3. গোলাপী মাথা হাঁস : ভারত ও বাংলাদেশ এদের বাসস্থান ছিল।
4. পাহাড়ী বটের (Mountain Quail) : ভারতের মুসৌরী ও নৈনিতালে এদের বাসস্থান ছিল।
5. ভারতীয় বড় বাস্টার্ড।
6. দ্রুতগামী চিতা (Acinomyx jubatus)
কয়েকটি বিপদগ্রস্ত (Vulnarable) এবং বিলুপ্তপ্রায় (endangered) প্রজাতি
- সরীসৃপ : গোসাপ (Varanus), কুমীর (Crocodylus), কচ্ছপ (Trionyx), শঙ্খচূড় (Naja)
- পক্ষী : কালোগলা সারস (Grus migriocollis), ফেসেন্ট (Ithagenis), বাস্টার্ড (Chorotis), অসপ্রে (Pandion)।
- স্তন্যপায়ী : সোনালী হনুমান (Presbytis geel), উল্লুক (Hyalobates) বন্যমহিষ (Babalus), বাঘ (Panthera tigris), কস্তুরীমৃগ (Muschus), চিতা (Panthera pardus), একশৃঙ্গ গন্ডার (Rhinoceros unicornis), বুনো গাধা (Equus hemionus), এশিয়ার সিংহ (Panthera leo persica)
- কয়েকটি ভীষণভাবে বিলুপ্তপ্রায় প্রাণী (Critically endangered species) : ফ্রুট বাদুড় (Latidens salimalii), সুমাত্রার গন্ডার (Dicerorhinus sumatrensis), পিগমি শূকর (Sus salvanius), উড়ন্ত কাঠবেড়ালী (Biswamayopterus biswari), জেনকিন' শ্রু (Crocidura jenkensi)।
কয়েকটি বিলুপ্তপ্রায় উদ্ভিদ (Some endangered plants) :
- সর্পগন্ধা (Rauvolfia serpentina), কালমেঘ (Andrographis paniculata), সুন্দরী (Herifiera minor), গরান (Ceriops roxburghiane), ডেনড্ৰবিয়াম (Dendrobium densiflorum), সূর্যশিশির (Drosera indica), কলসপত্রী (Nepenthes khasiana), নীল অর্কিড (Vanda coerulea)।
ভারতের কয়েকটি স্থানিক প্রজাতি (Endemic species of India) :
- জেনকিন শ্রু (Crocidura jenkensi)
- ফ্রুট বাদুড় (Latidens salimalii)
- উড়ন্ত কাঠবেড়ালী (Biswamayopterus biswasi)
- মুক্তলেজযুক্ত বাদুড় (Otomops wroughtoni)
- নীলগিরির তর (Hemitragus hylocrius)
- নিকোবরের শ্রু (Crocidura micobarica)
- আন্দামানের শ্রু (Crocidura an damanensis)
- সিংহলেজী বানর ( Macaca silenus)