মোহনা অঞ্চলের বাস্তুতন্ত্র
মোহনা অঞ্চলের বাস্তুতন্ত্র (Estuarine Ecosystem) :
(1) নদীর মিষ্টিজলের সঙ্গে সমুদ্রের নোনা জল মিশে গিয়ে মোহনা অঞ্চলে এক ভিন্ন ধরনের বাস্তুতন্ত্রের সৃষ্টি করে ।
(2) এই বাস্তুতন্ত্রের জলের লবণাক্ততা কমে গিয়ে 0.1-3.4% হয় ।
(3) জোয়ার-ভাটার সময় অনুযায়ী জৈব পদার্থের উপস্থিতি, জলের ভৈতধর্ম (বর্ন, তাপমাত্রা ইত্যাদি) পরিবর্তিত হয় ।
(4) মিশ্র প্রকৃতির জলজ পরিবেশ বহু প্রাণীর প্রজনন ও ডিম পাড়ার জায়গা হিসেবে মোহনা অঞ্চল পরিবর্তিত হয় ।
(5) জলের গভীরতা, গতিপ্রকৃতি ঋতুভেদে পরিবর্তিত হয় ।
উৎপাদক : লবণাম্বু উদ্ভিদ অধ্যুষিত মোহনা অঞ্চলে সুন্দরী, গরান, কেওড়া প্রভৃতি শ্বাসমূল ও ঠেসমূল ভরা মোহনা অঞ্চল জৈব বৈচিত্র্যের মিলনমেলা । বহু প্রকার শৈবাল, আগাছা, ছোটোবড়ো উদ্ভিদ এখানে উৎপাদকের ভূমিকা গ্রহণ করে ।
খাদক : কেঁচো, শামুক, ঝিনুক, ছোটো মাছ, জলজ পাখি, প্রাথমিক ও গৌণ খাদকের স্তরে থাকে । জলে কুমির এবং ডাঙায় বাঘ, নেকড়ে সর্বোচ্চ খাদকের ভূমিকায় থাকে ।
বিয়োজক : বিভিন্ন প্রকার ব্যাকটিরিয়া ও ছত্রাক বিয়োজকের কাজ করে ।
খাদ্যশৃঙ্খল :
(1) শৈবাল " কীটপতঙ্গ + ছোটোমাছ " বড়োমাছ + সামুদ্রিক পাখি " কুমির
(2) কর্কর খাদ্যশৃঙ্খল (Detritus food chain) : (ম্যানগ্রোভ উদ্ভিদের পচা পাতা + ব্যাকটিরীয়া) " পতঙ্গের লার্ভা + কৃমি " ছোটো মাছ " বড়ো মাছ " কুমির ।