ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউ. পি. এস. সি)-কেন্দ্রীয় সরকারি কৃত্যক কমিশন
এর গঠন রাষ্ট্রপতি স্থির করেন।
ইউ. পি. এস. সি-র সদস্যদের কার্যকাল ছয় বছর অথবা তাঁদের ৬৫ বছর বয়স পূর্ণ হওয়া পর্যন্ত।
কার্যকালের মেয়াদ পূর্ণ হবার আগেই পদত্যাগ করতে পারেন।
শুধুমাত্র কোনো অনুসন্ধানের ভিত্তিতে সুপ্রিমকোর্ট সুপারিশ করলে তবেই রাষ্ট্রপতি এদের অপসারিত করতে পারেন।
ইউ. পি. এস. সি-র সদস্যগণ অবসর গ্রহণের পর কোনো সরকারী চাকরী করতে পারেন না।
কার্যবিধি :
(১) কেন্দ্রীয় সরকারের অধীনে চাকরিতে নিয়োগের জন্য পরীক্ষার ব্যবস্থা করা।
(২) জনপালন কৃত্যকের কর্মচারীদের (সিভিল সারভেন্টস)নিযুক্তি, পদোন্নতি বা এক চাকরি থেকে অন্য চাকরিতে বদলির ব্যাপারে রাষ্ট্রপতিকে পরামর্শদান। সেই পরামর্শ গ্রহণ রাষ্ট্রপতির জন্য বাধ্যতামূলক নয়।
(৩) কেন্দ্রীয় সরকারি কর্মচারীর চাকরি সংক্রান্ত শৃঙ্খলাজনিত বিষয়।
(৪) পেনশন দান ও সরকারি কাজে নিযুক্ত থাকাকালীন অবস্থায় আঘাত প্রাপ্ত হলে বিশেষ সুবিধাদান।
(৫) প্রশাসনে নিরবিচ্ছিন্নতা রক্ষা করা।