জাতীয় পতাকা (National Flag)
ভারতের জাতীয় পতাকা ত্রিবর্ণরঞ্জিত যেখানে সমানানুপাতিক হারে সমান্তরালভাবে উপরে গৈরিক, মধ্যে সাদা ও নীচে গাঢ় সবুজ বর্ণ রয়েছে।
জাতীয় পতাকার চওড়া ও লম্বার অনুপাত ২:৩
সাদা অংশের মধ্যে একটি গাঢ় নীল রঙের চক্র আছে। এই চক্রের নক্শা সারনাথ স্তম্ভের পিঠিকায় থাকা চক্র থেকে নেওয়া হয়েছে। চক্রের ব্যাস সাদা অংশের চওড়ার প্রায় সমান। এতে ২৪টি দন্ড আছে।
ভারতের জাতীয় পতাকার নকশা সংবিধান সভা কর্তৃক অনুমোদিত ও গৃহীত হয় ১৯৪৭ সালের ২২শে জুলাই। একটি নির্দিষ্ট আইনের দ্বারা এর প্রদর্শন ও ব্যবহার নিয়ন্ত্রিত হয়।